বঙ্গবন্ধুর চিন্তার ফসল জনগণের কাছে পৌঁছাতে হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৪ জুলাই, ২০১৯ ২০:৫১
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ তা পারেনি। বঙ্গবন্ধুর চিন্তার ফসলগুলো জনগণের কাছে পৌঁছানোর পাশাপাশি তা স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে।
জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ২৮ বছর বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তা পারেনি।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে আলাদা করা যাবে না। বঙ্গবন্ধু আর বাংলাদেশ সব সময় একসাথে ছিল এবং একসাথে থাকবে। বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হবে ব্যর্থ চেষ্টা।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি আমরা যে অন্যায় ও অবিচার করেছি তার কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা, বলা যেতে পারে পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা।’
তিনি বলেন, ‘আমাদেরকে বঙ্গবন্ধুর চিন্তার ফসলগুলো জনগণকে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর আইনগুলোর মাধ্যমে স্বাধীনতার ইতিহাস দেখার জিনিসটা আমাদের তুলে ধরতে হবে। একটা মানুষ যদি আগে থেকেই স্বাধীনতার চিন্তা না করে তাহলে পরে এই আইনগুলো হতো না। এইগুলো চিন্তা করতে হয় অনেক আগে থেকে। তাই এই বিষয়গুলো তুলে ধরতে হবে।’
সভায় আইনমন্ত্রী আনিসুল হক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর আদর্শ, মানবিকতা, দেশপ্রেম এবং আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি তার অগাধ বিশ্বাস ইত্যাদি গুণাবলি তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দেন।
এজন্য আইনমন্ত্রীর নেতৃত্বে একটি সুপারভাইজরি কমিটিসহ কয়েকটি সাব কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হক ছাড়াও অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৪ জুলাই, ২০১৯ ২০:৫১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ তা পারেনি। বঙ্গবন্ধুর চিন্তার ফসলগুলো জনগণের কাছে পৌঁছানোর পাশাপাশি তা স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে।
জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ২৮ বছর বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তা পারেনি।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে আলাদা করা যাবে না। বঙ্গবন্ধু আর বাংলাদেশ সব সময় একসাথে ছিল এবং একসাথে থাকবে। বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হবে ব্যর্থ চেষ্টা।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি আমরা যে অন্যায় ও অবিচার করেছি তার কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা, বলা যেতে পারে পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা।’
তিনি বলেন, ‘আমাদেরকে বঙ্গবন্ধুর চিন্তার ফসলগুলো জনগণকে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর আইনগুলোর মাধ্যমে স্বাধীনতার ইতিহাস দেখার জিনিসটা আমাদের তুলে ধরতে হবে। একটা মানুষ যদি আগে থেকেই স্বাধীনতার চিন্তা না করে তাহলে পরে এই আইনগুলো হতো না। এইগুলো চিন্তা করতে হয় অনেক আগে থেকে। তাই এই বিষয়গুলো তুলে ধরতে হবে।’
সভায় আইনমন্ত্রী আনিসুল হক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর আদর্শ, মানবিকতা, দেশপ্রেম এবং আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি তার অগাধ বিশ্বাস ইত্যাদি গুণাবলি তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দেন।
এজন্য আইনমন্ত্রীর নেতৃত্বে একটি সুপারভাইজরি কমিটিসহ কয়েকটি সাব কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হক ছাড়াও অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।