যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান
অনলাইন ডেস্ক | ৭ জুলাই, ২০১৯ ০১:৩৮
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ শনিবার ৫ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সামরিক উপদেষ্টা, অপারেশনাল সাপোর্ট বিভাগের সহকারি সচিব ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের আন্ডার সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করবেন। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সেনাপ্রধানের এই সফর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের শান্তিরক্ষী বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জেনারেল আজিজ আহমেদ আগামী ১০ জুলাই দেশে ফিরবেন।
খবর: বাসস।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ জুলাই, ২০১৯ ০১:৩৮

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ শনিবার ৫ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সামরিক উপদেষ্টা, অপারেশনাল সাপোর্ট বিভাগের সহকারি সচিব ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের আন্ডার সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করবেন। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সেনাপ্রধানের এই সফর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের শান্তিরক্ষী বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জেনারেল আজিজ আহমেদ আগামী ১০ জুলাই দেশে ফিরবেন।
খবর: বাসস।
শেয়ার করুন