হরতালে রাজপথে মিছিল-পিকেটিংয়ে বাম নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক | ৭ জুলাই, ২০১৯ ১১:৫৭
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালে মিছিল-পিকেটিংয়ে রাজপথে সক্রিয় দেখা গেছে বাম দলের নেতাকর্মীদের। ফলে রাজধানীতে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে অনেকে বিপাকে পড়েছেন।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সারা দেশে অর্ধদিবস (সকাল ৬টা থেকে বেলা ২টা) হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।
হরতালের সমর্থনে রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল ও পিকেটিং করেন জোটের নেতাকর্মীরা। পল্টন মোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে হরতাল সমর্থকরা।
সকালের দিকে যান চলাচলে বাধা দিলে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধস্তাধস্তি হয়। কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ।
হরতালের সমর্থনে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে মিছিল-পিকেটিং করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এসময় আশপাশের সড়কসহ শাহবাগ-বাংলামোটর-ফার্মগেট সড়কে যানজটের সৃষ্টি হয়।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। সেখান থেকে সদরঘাট টার্মিনালে গিয়ে পদযাত্রা শেষ হয়।
হরতাল সমর্থনে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায়ও মিছিল করেছেন বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকালে পল্টন এলাকায় মিছিল করেছেন হরতালের সমর্থনকারীরা।
হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বাম নেতাকর্মীরা। এসময় রাস্তার দুই দিকে বেশকিছু যানবাহন আটকা পড়ে।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।
এদিকে হরতালের সমর্থনে নাগরিক ঐক্যের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করতে দেখা গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ জুলাই, ২০১৯ ১১:৫৭

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালে মিছিল-পিকেটিংয়ে রাজপথে সক্রিয় দেখা গেছে বাম দলের নেতাকর্মীদের। ফলে রাজধানীতে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে অনেকে বিপাকে পড়েছেন।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সারা দেশে অর্ধদিবস (সকাল ৬টা থেকে বেলা ২টা) হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।
হরতালের সমর্থনে রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল ও পিকেটিং করেন জোটের নেতাকর্মীরা। পল্টন মোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে হরতাল সমর্থকরা।
সকালের দিকে যান চলাচলে বাধা দিলে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধস্তাধস্তি হয়। কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ।
হরতালের সমর্থনে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে মিছিল-পিকেটিং করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এসময় আশপাশের সড়কসহ শাহবাগ-বাংলামোটর-ফার্মগেট সড়কে যানজটের সৃষ্টি হয়।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। সেখান থেকে সদরঘাট টার্মিনালে গিয়ে পদযাত্রা শেষ হয়।
হরতাল সমর্থনে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায়ও মিছিল করেছেন বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকালে পল্টন এলাকায় মিছিল করেছেন হরতালের সমর্থনকারীরা।
হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বাম নেতাকর্মীরা। এসময় রাস্তার দুই দিকে বেশকিছু যানবাহন আটকা পড়ে।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।
এদিকে হরতালের সমর্থনে নাগরিক ঐক্যের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করতে দেখা গেছে।