বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া যাবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি | ৯ জুলাই, ২০১৯ ২২:৩৭
দিনাজপুর সরকারি গণগ্রন্থাগারে দিনাজপুরের লেখকদের নিয়ে সাজানো ‘দিনাজপুর কর্ণার’ উদ্বোধন করতে গিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ বলেন, ‘আমরা যারা আজ মন্ত্রী এমপি তাদের ভুলে গেলেও চলবে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া যাবে না। বঙ্গবন্ধু বাংলাদেশ তৈরিতে যে ভূমিকা রেখেছিলেন তার বদৌলতে আমরা স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি। তাই বঙ্গবন্ধুকে আমাদের মনে রাখতে হবে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে দিনাজপুরের স্থানীয় লেখকদের বই নিয়ে দিনাজপুর সরকারি গণগন্থাগারে ‘দিনাজপুর কর্ণার’ এর উদ্ধোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এসব কথা বলেন।
এ সময় তিনি গণগ্রন্থাগারে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, পড়ালেখার পাশাপাশি তোমাদের বিভিন্ন ধরণের বই পড়তে হবে। গণগ্রন্থাগারে হাজার হাজার বই রয়েছে, তোমরা নিয়মিত এখানে এসে বই পড়তে পার। বই পড়লে জ্ঞান বাড়ে, বিশ্বকে জানা যায়।’
বিশেষ অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমানে বিশ্বের যে কোন দেশের সাথে তাল মেলাতে আমাদের দিনাজপুরের ছেলে মেয়েরাও পিছিয়ে নেই। তথ্য প্রযুক্তির মাধ্যমে দিনাজপুরের ছেলে মেয়েরাও অনেক এগিয়ে গেছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বই পড়তে পারে সে জন্য ভ্রাম্যমাণ গাড়িতে বই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
এছাড়াও দিনাজপুর সরকারি গণগ্রন্থাগারে দিনাজপুর কর্ণার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নুরুজ্জামান শরীফ, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মাহবুবা খাতুন প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
দিনাজপুর প্রতিনিধি | ৯ জুলাই, ২০১৯ ২২:৩৭

দিনাজপুর সরকারি গণগ্রন্থাগারে দিনাজপুরের লেখকদের নিয়ে সাজানো ‘দিনাজপুর কর্ণার’ উদ্বোধন করতে গিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ বলেন, ‘আমরা যারা আজ মন্ত্রী এমপি তাদের ভুলে গেলেও চলবে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া যাবে না। বঙ্গবন্ধু বাংলাদেশ তৈরিতে যে ভূমিকা রেখেছিলেন তার বদৌলতে আমরা স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি। তাই বঙ্গবন্ধুকে আমাদের মনে রাখতে হবে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে দিনাজপুরের স্থানীয় লেখকদের বই নিয়ে দিনাজপুর সরকারি গণগন্থাগারে ‘দিনাজপুর কর্ণার’ এর উদ্ধোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এসব কথা বলেন।
এ সময় তিনি গণগ্রন্থাগারে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, পড়ালেখার পাশাপাশি তোমাদের বিভিন্ন ধরণের বই পড়তে হবে। গণগ্রন্থাগারে হাজার হাজার বই রয়েছে, তোমরা নিয়মিত এখানে এসে বই পড়তে পার। বই পড়লে জ্ঞান বাড়ে, বিশ্বকে জানা যায়।’
বিশেষ অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমানে বিশ্বের যে কোন দেশের সাথে তাল মেলাতে আমাদের দিনাজপুরের ছেলে মেয়েরাও পিছিয়ে নেই। তথ্য প্রযুক্তির মাধ্যমে দিনাজপুরের ছেলে মেয়েরাও অনেক এগিয়ে গেছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বই পড়তে পারে সে জন্য ভ্রাম্যমাণ গাড়িতে বই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
এছাড়াও দিনাজপুর সরকারি গণগ্রন্থাগারে দিনাজপুর কর্ণার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নুরুজ্জামান শরীফ, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মাহবুবা খাতুন প্রমুখ।