দেশের ৭০-৮০ শতাংশ হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০১৯ ০০:৫১
দেশের ৭০-৮০ শতাংশ হাসপাতালে অগ্নিনির্বাপন ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৩২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জটিল মুহূর্তে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানোর ব্যবস্থা রয়েছে।
সংসদে মন্ত্রী জানান, দেশে সরকারি পর্যায়ে ২০টি উন্নত ও বিশেষায়িত হাসপাতাল রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া রোধ করতে সরকার সারাদেশে আরও বিশেষায়িত ও উন্নত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০১৯ ০০:৫১

দেশের ৭০-৮০ শতাংশ হাসপাতালে অগ্নিনির্বাপন ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৩২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জটিল মুহূর্তে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানোর ব্যবস্থা রয়েছে।
সংসদে মন্ত্রী জানান, দেশে সরকারি পর্যায়ে ২০টি উন্নত ও বিশেষায়িত হাসপাতাল রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া রোধ করতে সরকার সারাদেশে আরও বিশেষায়িত ও উন্নত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেয়ার করুন