অসিয়ত অনুযায়ী এরশাদকে রংপুরে দাফনের দাবি স্থানীয় জাপার
রংপুর প্রতিনিধি | ১৪ জুলাই, ২০১৯ ১৫:৫৩
সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন রংপুরে নিজ বাড়ি ‘পল্লী নিবাসে’ করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
রবিবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত এলাকাবাসী জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে স্থানীয় নেতাকর্মীদের কাছে এ দাবি করেন। পরে পার্টির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয়দের এ দাবির কথা জানানো হয়।
তারা বলেন, অসুস্থ হওয়ার কিছুদিন আগে দলের বিভিন্ন স্তরের নেতার সঙ্গে আলাপচারিতায় তার অন্তিম সমাধি নিজ বাড়ি পল্লী নিবাসে করার জন্য অসিয়ত করে যান এরশাদ। তাই তার দাফন রংপুরে করার দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, এরশাদ একটি সমাধি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিলেন। হঠাৎ অসুস্থ হওয়ায় এরশাদ তার পরিকল্পনা জনসমক্ষে বলে যেতে পারেননি। সে কারণে জাতীয় পার্টি রংপুর বিভাগ, জেলা, মহানগরসহ সহযোগী ও অঙ্গ সংগঠনসহ রংপুরবাসীর পক্ষ থেকে জাপা চেয়ারম্যানের দাফন তার অসিয়ত করা জায়গায় করার আবেদন করা হয়।
রবিবার সকালে সেন্ট্রাল রোডের জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, মঙ্গলবার স্যারের মরদেহ আসবে রংপুরে। তার জানাজা বাদ জোহর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে হবে। এ জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রংপুর প্রতিনিধি | ১৪ জুলাই, ২০১৯ ১৫:৫৩

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন রংপুরে নিজ বাড়ি ‘পল্লী নিবাসে’ করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
রবিবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাহত এলাকাবাসী জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে স্থানীয় নেতাকর্মীদের কাছে এ দাবি করেন। পরে পার্টির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয়দের এ দাবির কথা জানানো হয়।
তারা বলেন, অসুস্থ হওয়ার কিছুদিন আগে দলের বিভিন্ন স্তরের নেতার সঙ্গে আলাপচারিতায় তার অন্তিম সমাধি নিজ বাড়ি পল্লী নিবাসে করার জন্য অসিয়ত করে যান এরশাদ। তাই তার দাফন রংপুরে করার দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, এরশাদ একটি সমাধি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিলেন। হঠাৎ অসুস্থ হওয়ায় এরশাদ তার পরিকল্পনা জনসমক্ষে বলে যেতে পারেননি। সে কারণে জাতীয় পার্টি রংপুর বিভাগ, জেলা, মহানগরসহ সহযোগী ও অঙ্গ সংগঠনসহ রংপুরবাসীর পক্ষ থেকে জাপা চেয়ারম্যানের দাফন তার অসিয়ত করা জায়গায় করার আবেদন করা হয়।
রবিবার সকালে সেন্ট্রাল রোডের জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, মঙ্গলবার স্যারের মরদেহ আসবে রংপুরে। তার জানাজা বাদ জোহর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে হবে। এ জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।