জাতীয় স্মৃতিসৌধে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
সাভার প্রতিনিধি | ১৪ জুলাই, ২০১৯ ১৬:২৯
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশে স্বাধীনতা অর্জনে আত্ম উৎসর্গ করা বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন।
রবিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন। এসময় তাকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন।
প্রায় ২০ মিনিট স্মৃতিসৌধে অবস্থানকালে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গনে ‘নাগেশ্বর চাপা’ ফুলের একটি চারা রোপন করেন। সবশেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করে ৯ টা ৩০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করে সাভারস্থ ডিইপিজেড (পুরাতন) জোনে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ইয়ংওয়ান হাইটেক স্পোর্টস ওয়্যার লি. কারখানাটি পরিদর্শনে যান।
জাতীয় স্মৃতিসৌধের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন এর আগমন উপলক্ষ্যে গত তিন দিন ধরে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। এসময় পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিস্কার করে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়। এছাড়া তার নিরাপত্তার বিষয় চিন্তা করে পুরো স্মৃতিসৌধ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারীতে রাখেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ১৪ জুলাই, ২০১৯ ১৬:২৯

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশে স্বাধীনতা অর্জনে আত্ম উৎসর্গ করা বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন।
রবিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন। এসময় তাকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন।
প্রায় ২০ মিনিট স্মৃতিসৌধে অবস্থানকালে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গনে ‘নাগেশ্বর চাপা’ ফুলের একটি চারা রোপন করেন। সবশেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করে ৯ টা ৩০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করে সাভারস্থ ডিইপিজেড (পুরাতন) জোনে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ইয়ংওয়ান হাইটেক স্পোর্টস ওয়্যার লি. কারখানাটি পরিদর্শনে যান।
জাতীয় স্মৃতিসৌধের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন এর আগমন উপলক্ষ্যে গত তিন দিন ধরে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। এসময় পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিস্কার করে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়। এছাড়া তার নিরাপত্তার বিষয় চিন্তা করে পুরো স্মৃতিসৌধ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারীতে রাখেন।