প্রিয়ার বক্তব্যে স্বামীর প্ররোচনা খতিয়ে দেখা উচিত: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২১ জুলাই, ২০১৯ ২০:০৮
আলোচিত প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যেসব নালিশ দিয়েছেন তাতে তার স্বামীর প্ররোচনা আছে কি না তা খতিয়ে দেখতে বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
একই সঙ্গে পিয়া সাহা কীভাবে যুক্তরাষ্ট্রে গেলেন তাও তিনি জানতে চেয়েছেন।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এসব বলেন তথ্যমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উদ্যোগে তিন দিনব্যাপী ‘ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটনে যাওয়া প্রিয়া সাহা বুধবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে ওই অভিযোগ করেন।
তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন।
রোববার এ বিষয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, যেখানে তার এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুরা দ্বিমত পোষণ করছে, তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে, তিনি কীভাবে কাদের প্রতিনিধি হলেন সেটি অবশ্যই তদন্তের বিষয়।
হাছান মাহমুদ বলেন, এই ধরনের একটা বক্তব্য, বিধ্বংসী বক্তব্য, দেশবিরোধী বক্তব্য, দেশের শান্তি-স্থিতি যেটি বিরাজ করছে সেটার বিপক্ষে এটা জঘন্য মিথ্যাচার। তাকে কারা সেখানে প্রতিনিধি হিসাবে পাঠাল, এর পেছনে কারা যুক্ত ছিল, এর উদ্দেশ্য কী- সমস্ত কিছুই তো তদন্তের দাবি রাখে।
তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, কী করা হবে সেটি হচ্ছে অন্য প্রশ্ন। তবে তার বক্তব্য দেশের বিরুদ্ধে, দেশে যে উদাহরণযোগ্য সাম্প্রদায়িক-সম্প্রীতি স্থাপন করতে পেরেছি সেটার বিপক্ষে। সুতরাং এ ব্যাপারে চিন্তা-ভাবনা করে নিশ্চয়ই সরকার ব্যবস্থা গ্রহণ করবে। তিনি দেশে এলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে নিশ্চয়ই এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমি মনে করি এটি দেশের বিরুদ্ধে এবং এই বক্তব্যের সঙ্গে দেশের শান্তি-স্থিতি বিনষ্ট করার কোনো চক্রান্ত কিনা- সেটি ভেবে দেখার বিষয়।
প্রিয়া সাহা দেশে না ফিরলে কীভাবে ব্যবস্থা নেবেন, সেই প্রশ্নে হাছান মাহমুদ বলেন, তিনি যেহেতু বাংলাদেশের নাগরিক তিনি দেশে আসবেন, তিনি ভিসা নিয়ে যেহেতু গেছেন দেশে আসাটাই হচ্ছে স্বাভাবিক। তিনি না আসলে কী হবে সেটা বলার এখনও সময় আসেনি।
প্রিয়া সাহার স্বামী দুদকের সহকারী পরিচালক জানিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না?
জবাবে হাছান মাহমুদ বলেন, আইন যেটি বলে- স্বামীর অপরাধে স্ত্রী অপরাধী নয় বা স্ত্রীর অপরাধে স্বামী অপরাধী নয়। কিন্তু এই বক্তব্যের সাথে স্বামীর কোনো প্ররোচনা আছে কিনা- সেটি অবশ্যই তদন্তের বিষয় হতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ জুলাই, ২০১৯ ২০:০৮

আলোচিত প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যেসব নালিশ দিয়েছেন তাতে তার স্বামীর প্ররোচনা আছে কি না তা খতিয়ে দেখতে বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
একই সঙ্গে পিয়া সাহা কীভাবে যুক্তরাষ্ট্রে গেলেন তাও তিনি জানতে চেয়েছেন।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এসব বলেন তথ্যমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উদ্যোগে তিন দিনব্যাপী ‘ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটনে যাওয়া প্রিয়া সাহা বুধবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে ওই অভিযোগ করেন।
তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন।
রোববার এ বিষয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, যেখানে তার এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুরা দ্বিমত পোষণ করছে, তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে, তিনি কীভাবে কাদের প্রতিনিধি হলেন সেটি অবশ্যই তদন্তের বিষয়।
হাছান মাহমুদ বলেন, এই ধরনের একটা বক্তব্য, বিধ্বংসী বক্তব্য, দেশবিরোধী বক্তব্য, দেশের শান্তি-স্থিতি যেটি বিরাজ করছে সেটার বিপক্ষে এটা জঘন্য মিথ্যাচার। তাকে কারা সেখানে প্রতিনিধি হিসাবে পাঠাল, এর পেছনে কারা যুক্ত ছিল, এর উদ্দেশ্য কী- সমস্ত কিছুই তো তদন্তের দাবি রাখে।
তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, কী করা হবে সেটি হচ্ছে অন্য প্রশ্ন। তবে তার বক্তব্য দেশের বিরুদ্ধে, দেশে যে উদাহরণযোগ্য সাম্প্রদায়িক-সম্প্রীতি স্থাপন করতে পেরেছি সেটার বিপক্ষে। সুতরাং এ ব্যাপারে চিন্তা-ভাবনা করে নিশ্চয়ই সরকার ব্যবস্থা গ্রহণ করবে। তিনি দেশে এলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে নিশ্চয়ই এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমি মনে করি এটি দেশের বিরুদ্ধে এবং এই বক্তব্যের সঙ্গে দেশের শান্তি-স্থিতি বিনষ্ট করার কোনো চক্রান্ত কিনা- সেটি ভেবে দেখার বিষয়।
প্রিয়া সাহা দেশে না ফিরলে কীভাবে ব্যবস্থা নেবেন, সেই প্রশ্নে হাছান মাহমুদ বলেন, তিনি যেহেতু বাংলাদেশের নাগরিক তিনি দেশে আসবেন, তিনি ভিসা নিয়ে যেহেতু গেছেন দেশে আসাটাই হচ্ছে স্বাভাবিক। তিনি না আসলে কী হবে সেটা বলার এখনও সময় আসেনি।
প্রিয়া সাহার স্বামী দুদকের সহকারী পরিচালক জানিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না?
জবাবে হাছান মাহমুদ বলেন, আইন যেটি বলে- স্বামীর অপরাধে স্ত্রী অপরাধী নয় বা স্ত্রীর অপরাধে স্বামী অপরাধী নয়। কিন্তু এই বক্তব্যের সাথে স্বামীর কোনো প্ররোচনা আছে কিনা- সেটি অবশ্যই তদন্তের বিষয় হতে পারে।