নদী ভাঙন এলাকায় কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো | ২২ জুলাই, ২০১৯ ২২:১৫
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নদী ভাঙন এলাকার মানুষের জন্য ব্যাপক উন্নয়নকাজ শুরু করেছেন।
প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেড়িবাঁধ নির্মাণ, সুইসগেট নির্মাণ, খাল খনন, রাবার ড্যাম প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কালিগঞ্জ ব্রীজ এলাকায় মালিয়ারা-বাকখাইন-ভান্ডারগাঁও বেড়িবাঁধটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী পটিয়া উপজেলায় নদী ভাঙন হ্রাস করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।
উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৗশলী শিবেন্দু খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, উপজেলা আ. লীগ সভাপতি আ. ক. ম. শামসুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ. ম. ম. টিপু সুলতান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সম্প্রতি উপজেলায় পাহাড়ি ঢল, অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ ভাটিখাইন, হাইদগাঁওসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম ব্যুরো | ২২ জুলাই, ২০১৯ ২২:১৫

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নদী ভাঙন এলাকার মানুষের জন্য ব্যাপক উন্নয়নকাজ শুরু করেছেন।
প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেড়িবাঁধ নির্মাণ, সুইসগেট নির্মাণ, খাল খনন, রাবার ড্যাম প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কালিগঞ্জ ব্রীজ এলাকায় মালিয়ারা-বাকখাইন-ভান্ডারগাঁও বেড়িবাঁধটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী পটিয়া উপজেলায় নদী ভাঙন হ্রাস করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।
উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৗশলী শিবেন্দু খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, উপজেলা আ. লীগ সভাপতি আ. ক. ম. শামসুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ. ম. ম. টিপু সুলতান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সম্প্রতি উপজেলায় পাহাড়ি ঢল, অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ ভাটিখাইন, হাইদগাঁওসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।