ডেঙ্গু সামলাতে কাজে যোগ দিচ্ছেন প্রশিক্ষণে থাকা চিকিৎসকরাও
নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই, ২০১৯ ১৫:৪৭
ডেঙ্গু পরিস্থিতি ও বন্যার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। চিকিৎসা সংকট মেটাতে প্রশিক্ষণে থাকা চিকিৎসকরাও কাজে যোগ দেবেন।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব শেখ মুজিবুর রহমান একথা জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে ১৩ হাজার ৬৩৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯ হাজার ৭৪০ জন চিকিৎসকের ছাড়পত্র নিয়েছেন। এখন পর্যন্ত ভর্তি আছে ৩ হাজার ৮৪৭ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮ জন।
এছাড়া বন্যা পরিস্থিতি এখন সার্বিকভাবে উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনের আগে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলমের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই, ২০১৯ ১৫:৪৭

ডেঙ্গু পরিস্থিতি ও বন্যার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। চিকিৎসা সংকট মেটাতে প্রশিক্ষণে থাকা চিকিৎসকরাও কাজে যোগ দেবেন।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব শেখ মুজিবুর রহমান একথা জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে ১৩ হাজার ৬৩৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯ হাজার ৭৪০ জন চিকিৎসকের ছাড়পত্র নিয়েছেন। এখন পর্যন্ত ভর্তি আছে ৩ হাজার ৮৪৭ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮ জন।
এছাড়া বন্যা পরিস্থিতি এখন সার্বিকভাবে উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনের আগে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলমের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন