ডেঙ্গু রোগীর সহায়তায় ব্যাংকগুলোকে এগিয়ে আসার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | ৩১ জুলাই, ২০১৯ ১৭:৪১
ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের ব্যাংকগুলোকে সহায়তা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বুধবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এই নির্দেশনা দেয়।
ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্দেশ্যে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে। ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের এ সংকটকালীন সময়ে চিহ্নিত করার আবশ্যকতা দেখা দিয়েছে।
হাসপাতালগুলোতে প্রতিনিধি পাঠিয়ে ডেঙ্গুতে আক্রান্ত প্রকৃত দরিদ্র ও অসহায় রোগী চিহ্নিত করার পরামর্শ দিয়ে সার্কুলারে বলা হয়, ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সব ফি পরিশোধের পাশাপাশি রক্ত সংগ্রহ, প্রয়োজনীয় ঔষধপত্র, স্যালাইন, মশারি এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়ে ভূমিকা রাখতে পারে ব্যাংকগুলো।
ব্যাংকের এই সহায়তা সামাজিক দায়বদ্ধতা খাতের (সিএসআর) ব্যয় হিসাবে দেখাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩১ জুলাই, ২০১৯ ১৭:৪১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের ব্যাংকগুলোকে সহায়তা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বুধবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এই নির্দেশনা দেয়।
ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্দেশ্যে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে। ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের এ সংকটকালীন সময়ে চিহ্নিত করার আবশ্যকতা দেখা দিয়েছে।
হাসপাতালগুলোতে প্রতিনিধি পাঠিয়ে ডেঙ্গুতে আক্রান্ত প্রকৃত দরিদ্র ও অসহায় রোগী চিহ্নিত করার পরামর্শ দিয়ে সার্কুলারে বলা হয়, ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সব ফি পরিশোধের পাশাপাশি রক্ত সংগ্রহ, প্রয়োজনীয় ঔষধপত্র, স্যালাইন, মশারি এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়ে ভূমিকা রাখতে পারে ব্যাংকগুলো।
ব্যাংকের এই সহায়তা সামাজিক দায়বদ্ধতা খাতের (সিএসআর) ব্যয় হিসাবে দেখাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।