‘ঈদে ঢাকার বাইরে গেলে রক্ত পরীক্ষা করে যেতে বলেছেন প্রধানমন্ত্রী’
নিজস্ব প্রতিবেদক | ৩১ জুলাই, ২০১৯ ১৮:৫৪
আসন্ন ঈদ উদ্যাপন করতে যারা ঢাকার বাইরে যাবেন, তাদের রক্ত পরীক্ষা করে ডেঙ্গু আছে কিনা তা দেখে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। কারণ ডেঙ্গু নিয়ে বাইরে গেলে, ঢাকার বাইরেও এটি অনেক বেশি বিস্তার লাভ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে দলটির বার্ষিক প্রতিবেদন (আয়-ব্যয়ের হিসাব) জমা দেয়।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন- যারা পবিত্র ঈদ উদ্যাপন করার জন্য ঢাকার বাইরে যাবেন, তারা যেন রক্ত পরীক্ষা করে যান। কারণ তারা যদি ডেঙ্গু নিয়ে বাইরে যান, তাহলে ঢাকার বাইরে এটি অনেক বেশি বিস্তার লাভ করবে।’
এ সময় তিনি ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মিডিয়াগুলোকে ভূমিকা রাখার আহ্বান বলেন, ‘আমরা দেখছিলাম যে, প্রথম থেকেই এ বিষয়গুলো নিয়ে তেমন একটা প্রচার হচ্ছিল না। এখন বাংলাদেশ টেলিভিশন থেকে প্রথম প্রচার হওয়ার পর অন্যান্য টেলিভিশনও ডেঙ্গু নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আতঙ্ক বড় জিনিস। আতঙ্ক সৃষ্টির জন্য অনেকে আবার এটা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কথা বলেন। এগুলো দেখার বিষয় আছে। একদিকে মশা নিধন করতে হবে। অন্যদিকে চিকিৎসায় জোর দিতে হবে। চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছিল। প্রাইভেট হাসপাতালগুলো রোগী নিতে চাচ্ছিল না। আমরা তাদেরকে বাধ্য করেছি। ’
‘ঢাকার দুই মেয়র এর জন্য দায়ী কি না?’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়ররা জনগণের ভোটে নির্বাচিত। তারা চাইলেই অনেক কিছু করতে পারেন না। মেয়র কি করলেন না করলেন তার চেয়ে বড় কথা তার অধীনন্থ কর্মচারী-কর্মকর্তারা কি করছেন। তাদের খোঁজ খবর নেওয়া। এছাড়া ওষুধ ঠিকমতো দেওয়া হয় কি না, সেটারও খোঁজ রাখতে হবে। ওষুধ ছাড়াও এ ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো জনসচেতনতা বাড়ানো।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩১ জুলাই, ২০১৯ ১৮:৫৪

আসন্ন ঈদ উদ্যাপন করতে যারা ঢাকার বাইরে যাবেন, তাদের রক্ত পরীক্ষা করে ডেঙ্গু আছে কিনা তা দেখে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। কারণ ডেঙ্গু নিয়ে বাইরে গেলে, ঢাকার বাইরেও এটি অনেক বেশি বিস্তার লাভ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে দলটির বার্ষিক প্রতিবেদন (আয়-ব্যয়ের হিসাব) জমা দেয়।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন- যারা পবিত্র ঈদ উদ্যাপন করার জন্য ঢাকার বাইরে যাবেন, তারা যেন রক্ত পরীক্ষা করে যান। কারণ তারা যদি ডেঙ্গু নিয়ে বাইরে যান, তাহলে ঢাকার বাইরে এটি অনেক বেশি বিস্তার লাভ করবে।’
এ সময় তিনি ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মিডিয়াগুলোকে ভূমিকা রাখার আহ্বান বলেন, ‘আমরা দেখছিলাম যে, প্রথম থেকেই এ বিষয়গুলো নিয়ে তেমন একটা প্রচার হচ্ছিল না। এখন বাংলাদেশ টেলিভিশন থেকে প্রথম প্রচার হওয়ার পর অন্যান্য টেলিভিশনও ডেঙ্গু নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আতঙ্ক বড় জিনিস। আতঙ্ক সৃষ্টির জন্য অনেকে আবার এটা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কথা বলেন। এগুলো দেখার বিষয় আছে। একদিকে মশা নিধন করতে হবে। অন্যদিকে চিকিৎসায় জোর দিতে হবে। চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছিল। প্রাইভেট হাসপাতালগুলো রোগী নিতে চাচ্ছিল না। আমরা তাদেরকে বাধ্য করেছি। ’
‘ঢাকার দুই মেয়র এর জন্য দায়ী কি না?’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়ররা জনগণের ভোটে নির্বাচিত। তারা চাইলেই অনেক কিছু করতে পারেন না। মেয়র কি করলেন না করলেন তার চেয়ে বড় কথা তার অধীনন্থ কর্মচারী-কর্মকর্তারা কি করছেন। তাদের খোঁজ খবর নেওয়া। এছাড়া ওষুধ ঠিকমতো দেওয়া হয় কি না, সেটারও খোঁজ রাখতে হবে। ওষুধ ছাড়াও এ ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো জনসচেতনতা বাড়ানো।’