ইতিহাসের সবচেয়ে খারাপ ডেঙ্গুর প্রকোপে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ৩ আগস্ট, ২০১৯ ১৫:২৬
ইতিহাসের সবচেয়ে খারাপ মাত্রার ডেঙ্গু রোগের প্রকোপ মোকাবিলা করছে বাংলাদেশ। রাজধানী ঢাকা থেকে মশাবাহিত এই রোগ ছড়িয়ে পড়েছে প্রায় গোটা দেশে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বুধবার এক প্রতিবেদনে এমন দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়, এখন (বুধবার) পর্যন্ত ডেঙ্গু রোগে ৪১ জনের মৃত্যু ঘটেছে। ঢাকা থেকে এ রোগের ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশের বাকি ৬৩ জেলায়।
সর্বশেষ (বুধবার) ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই ভর্তি হয়েছে ১৩০০ জনের মতো ডেঙ্গু রোগী। শয্যা সংকটের কারণে হাসপাতালগুলোর মেঝেতেও ভরে গেছে রোগীতে।
এ বছর নজিরবিহীনভাবে ছড়িয়ে পড়ছে এই রোগ। গত বছর এ সময়ের মধ্যে ১০ হাজার লোক ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলেও এ বছর সেটি ছাড়িয়েছে ১৫ হাজার।
গ্রীষ্মমণ্ডলীয় এবং উপ-গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে মশার মাধ্যমে সৃষ্ট এই রোগের উপসর্গ হচ্ছে- জ্বরের সঙ্গে মাথা থেকে শুরু করে শরীরের নানা জায়গায় ব্যথা।
বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাতে মশার প্রাদুর্ভাবে এই রোগ ভয়াবহ আকার ধারণ করে থাকে। এ সময় জমে থাকা পানি ডেঙ্গু মশার আদর্শ প্রজনন কেন্দ্র হয়ে উঠে।
এছাড়া ঢাকাজুড়ে মেট্রোরেলসহ বড় বড় প্রজেক্ট বাস্তবায়নের জন্য ব্যাপক নির্মাণকাজের জন্য খোঁড়াখুঁড়িতে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানি থেকেও মশা ডেঙ্গু ভাইরাস ছড়াচ্ছে মশা বলে দাবি করে দ্য টেলিগ্রাফ।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে ২২ হাজার ডায়াগনোসিস কিট সরবরাহ করেছে তার সরকার। এ ছাড়া নানাভাবে মানুষকে সচেতন করে তুলতে এবং ঘরের আশপাশ পরিষ্কার রাখতে প্রচারণা চালাচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩ আগস্ট, ২০১৯ ১৫:২৬
ইতিহাসের সবচেয়ে খারাপ মাত্রার ডেঙ্গু রোগের প্রকোপ মোকাবিলা করছে বাংলাদেশ। রাজধানী ঢাকা থেকে মশাবাহিত এই রোগ ছড়িয়ে পড়েছে প্রায় গোটা দেশে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বুধবার এক প্রতিবেদনে এমন দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়, এখন (বুধবার) পর্যন্ত ডেঙ্গু রোগে ৪১ জনের মৃত্যু ঘটেছে। ঢাকা থেকে এ রোগের ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশের বাকি ৬৩ জেলায়।
সর্বশেষ (বুধবার) ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই ভর্তি হয়েছে ১৩০০ জনের মতো ডেঙ্গু রোগী। শয্যা সংকটের কারণে হাসপাতালগুলোর মেঝেতেও ভরে গেছে রোগীতে।
এ বছর নজিরবিহীনভাবে ছড়িয়ে পড়ছে এই রোগ। গত বছর এ সময়ের মধ্যে ১০ হাজার লোক ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলেও এ বছর সেটি ছাড়িয়েছে ১৫ হাজার।
গ্রীষ্মমণ্ডলীয় এবং উপ-গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে মশার মাধ্যমে সৃষ্ট এই রোগের উপসর্গ হচ্ছে- জ্বরের সঙ্গে মাথা থেকে শুরু করে শরীরের নানা জায়গায় ব্যথা।
বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাতে মশার প্রাদুর্ভাবে এই রোগ ভয়াবহ আকার ধারণ করে থাকে। এ সময় জমে থাকা পানি ডেঙ্গু মশার আদর্শ প্রজনন কেন্দ্র হয়ে উঠে।
এছাড়া ঢাকাজুড়ে মেট্রোরেলসহ বড় বড় প্রজেক্ট বাস্তবায়নের জন্য ব্যাপক নির্মাণকাজের জন্য খোঁড়াখুঁড়িতে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানি থেকেও মশা ডেঙ্গু ভাইরাস ছড়াচ্ছে মশা বলে দাবি করে দ্য টেলিগ্রাফ।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে ২২ হাজার ডায়াগনোসিস কিট সরবরাহ করেছে তার সরকার। এ ছাড়া নানাভাবে মানুষকে সচেতন করে তুলতে এবং ঘরের আশপাশ পরিষ্কার রাখতে প্রচারণা চালাচ্ছে।