চলতি মাসেই তিস্তা বিষয়ে বৈঠক: পানি সম্পদ প্রতিমন্ত্রী
নীলফামারী প্রতিনিধি | ৩ আগস্ট, ২০১৯ ২১:৩১
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, তিস্তার বিষয়ে দু’দেশই আগ্রহী। চলতি মাসেই বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই আলোচনা হবে কীভাবে তিস্তা নদীকে সচল রাখা যায়। আশা করি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তা পানির সমস্যা সমাধান ঘটবে।
শনিবার নীলফামারীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, বর্তমান সরকার পানি সম্পদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ডেল্টা প্ল্যান ২১শত অনুযায়ী দেশের সকল নদ-নদীসহ ৬৪ জেলার খালগুলো খনন করা হচ্ছে। যাতে বর্ষাকালের নদ-নদী ও খাল গুলোতে পানি সংরক্ষণ করে সেচ কার্য চালানো যায়। এসব প্রকল্প বাস্তবায়ন কাজ এখন চলমান।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রায় ৩০ বছরের পুরনো দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পকে আধুনিকায়ন করাসহ তিস্তার বন্যা থেকে মানুষকে রক্ষা করতে তিস্তা নদী খনন করা হবে। এ জন্য প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা সম্ভাব্য বাজেট ধরে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পাউবো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ ও নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকারসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নীলফামারী প্রতিনিধি | ৩ আগস্ট, ২০১৯ ২১:৩১

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, তিস্তার বিষয়ে দু’দেশই আগ্রহী। চলতি মাসেই বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই আলোচনা হবে কীভাবে তিস্তা নদীকে সচল রাখা যায়। আশা করি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তা পানির সমস্যা সমাধান ঘটবে।
শনিবার নীলফামারীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, বর্তমান সরকার পানি সম্পদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ডেল্টা প্ল্যান ২১শত অনুযায়ী দেশের সকল নদ-নদীসহ ৬৪ জেলার খালগুলো খনন করা হচ্ছে। যাতে বর্ষাকালের নদ-নদী ও খাল গুলোতে পানি সংরক্ষণ করে সেচ কার্য চালানো যায়। এসব প্রকল্প বাস্তবায়ন কাজ এখন চলমান।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রায় ৩০ বছরের পুরনো দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পকে আধুনিকায়ন করাসহ তিস্তার বন্যা থেকে মানুষকে রক্ষা করতে তিস্তা নদী খনন করা হবে। এ জন্য প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা সম্ভাব্য বাজেট ধরে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পাউবো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ ও নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকারসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।