লঘুচাপে ৩ নম্বর সতর্কতা, হতে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | ৬ আগস্ট, ২০১৯ ০২:০১
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আজ মঙ্গলবার দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সোমবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আজ সকালে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকলেও দেশের ওপর তা মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। অনেক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।’
দেশের ভেতরে আপাতত লঘুচাপের তেমন প্রভাব নেই জানিয়ে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের দিকে অগ্রসর হলে দেশের ভেতরে এর প্রভাব বাড়তে পারে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।’
অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ু প্রবল থাকায় উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সোমবার সারা দেশেই তেমন বৃষ্টি হয়নি। এতে বেড়েছে তাপমাত্রা। এদিন দেশের প্রায় ২০টিরও বেশি জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজমান ছিল। তবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে অধিদপ্তর।
বৃষ্টি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়।
বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় তাপমাত্রা কমলেও অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল টেকনাফে ২৫ ডিগ্রি। আজকের পূর্বাভাস অনুযায়ী সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল পর্যন্ত আবহাওয়ার পর্যবেক্ষণে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ আগস্ট, ২০১৯ ০২:০১

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আজ মঙ্গলবার দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সোমবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আজ সকালে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকলেও দেশের ওপর তা মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। অনেক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।’
দেশের ভেতরে আপাতত লঘুচাপের তেমন প্রভাব নেই জানিয়ে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের দিকে অগ্রসর হলে দেশের ভেতরে এর প্রভাব বাড়তে পারে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।’
অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ু প্রবল থাকায় উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সোমবার সারা দেশেই তেমন বৃষ্টি হয়নি। এতে বেড়েছে তাপমাত্রা। এদিন দেশের প্রায় ২০টিরও বেশি জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজমান ছিল। তবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে অধিদপ্তর।
বৃষ্টি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়।
বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় তাপমাত্রা কমলেও অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল টেকনাফে ২৫ ডিগ্রি। আজকের পূর্বাভাস অনুযায়ী সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল পর্যন্ত আবহাওয়ার পর্যবেক্ষণে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।