ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ৬ আগস্ট, ২০১৯ ২২:৫৩
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী। ছবি: ফোকাস বাংলা
ডেঙ্গুর প্রাদুর্ভাবে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের ৪০টি সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ৩৪৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ২৬৩ জন বেশি।
ঢাকার বাইরেও প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা এ বছর এক দিনে মৃত্যুর সংখ্যায়ও সর্বোচ্চ।
দেশ রূপান্তরের হিসাবে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬৪-তে পৌঁছাল। যদিও সরকার বলছে মৃতের সংখ্যা ২৩ জন।
রিহানা নামের তিন বছরের এক শিশু মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাইহাট গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শাহিদুজ্জামান রিবেল বলেন, শিশুটি ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুরে আসে। শনিবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
মঙ্গলবার ঢাকার ধানমণ্ডির জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী মদিনা আক্তার মারা গেছে। তার বাবা মিজানুর রহমান মধ্যপ্রাচ্যে থাকেন। দুই ভাইবোনের মধ্যে মদিনা বড়। শনিবার ডেঙ্গুতে আক্রান্ত মদিনাকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।
ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীয়তপুরের হাফসা লিপি নামের ইতালিপ্রবাসী নারীর মৃত্যু হয়েছে। স্বামী-সন্তানসহ ইতালিতে বসবাস করা এই নারী গ্রামে ঈদ করার জন্য তিন সপ্তাহ আগ দেশে ফেরেন। গত সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে আনোয়ার খান হাসপাতালে ভর্তি করা হয়।
আইসিইউতে থাকা অবস্থায় সোমবার গভীর রাতে মারা যান তিনি। তার স্বামী সরদার আবদুল সাত্তার তরুণও (৩৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের রবিউল ইসলাম (১৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার নেকমরদ এলাকার নুরুল ইসলামের ছেলে।
রবিউলের স্বজনরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হলে ৩০ জুলাই তাকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। আট দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যায় সে।
চাঁদপুরের হাজিগঞ্জের মনোয়ারা বেগম (৭৫) মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পরিবারের সঙ্গে মিরপুরে থাকতেন।
মানিকগঞ্জের শিবালয় থানার তেঁতুয়া ধারা গ্রামের আমজাদ মণ্ডল (৫২) মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফরিদপুরের ভাঙার হাবিবুর রহমান (২১) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হানিফ নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের উপপরিচালক খায়রুল আলম জানান, ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন হানিফ (৪২) সোমবার মধ্যরাতে মারা যান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ আগস্ট, ২০১৯ ২২:৫৩

ডেঙ্গুর প্রাদুর্ভাবে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের ৪০টি সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ৩৪৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ২৬৩ জন বেশি।
ঢাকার বাইরেও প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা এ বছর এক দিনে মৃত্যুর সংখ্যায়ও সর্বোচ্চ।
দেশ রূপান্তরের হিসাবে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬৪-তে পৌঁছাল। যদিও সরকার বলছে মৃতের সংখ্যা ২৩ জন।
রিহানা নামের তিন বছরের এক শিশু মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাইহাট গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শাহিদুজ্জামান রিবেল বলেন, শিশুটি ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুরে আসে। শনিবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
মঙ্গলবার ঢাকার ধানমণ্ডির জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী মদিনা আক্তার মারা গেছে। তার বাবা মিজানুর রহমান মধ্যপ্রাচ্যে থাকেন। দুই ভাইবোনের মধ্যে মদিনা বড়। শনিবার ডেঙ্গুতে আক্রান্ত মদিনাকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।
ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীয়তপুরের হাফসা লিপি নামের ইতালিপ্রবাসী নারীর মৃত্যু হয়েছে। স্বামী-সন্তানসহ ইতালিতে বসবাস করা এই নারী গ্রামে ঈদ করার জন্য তিন সপ্তাহ আগ দেশে ফেরেন। গত সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে আনোয়ার খান হাসপাতালে ভর্তি করা হয়।
আইসিইউতে থাকা অবস্থায় সোমবার গভীর রাতে মারা যান তিনি। তার স্বামী সরদার আবদুল সাত্তার তরুণও (৩৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের রবিউল ইসলাম (১৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার নেকমরদ এলাকার নুরুল ইসলামের ছেলে।
রবিউলের স্বজনরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হলে ৩০ জুলাই তাকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। আট দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যায় সে।
চাঁদপুরের হাজিগঞ্জের মনোয়ারা বেগম (৭৫) মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পরিবারের সঙ্গে মিরপুরে থাকতেন।
মানিকগঞ্জের শিবালয় থানার তেঁতুয়া ধারা গ্রামের আমজাদ মণ্ডল (৫২) মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফরিদপুরের ভাঙার হাবিবুর রহমান (২১) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হানিফ নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের উপপরিচালক খায়রুল আলম জানান, ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন হানিফ (৪২) সোমবার মধ্যরাতে মারা যান।