ধীরগতিতে চললেও কোথাও যানজট নেই: কাদের
নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট, ২০১৯ ১৪:১৭
ফাইল ছবি
এবার ঈদযাত্রায় যানবাহন ধীরগতিতে চললেও সড়ক-মহাসড়কে কোথাও যানজট নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে সড়ক-মহাসড়কের কোথাও যানজট নেই। তবে যানবাহন ধীরগতিতে চলছে। এতে যাত্রীদের দুর্ভোগের কথা অস্বীকার করার কোনো উপায় নেই।
তিনি বলেন, “ঈদে প্রচুর লোক বাড়ি যাচ্ছে। মহাসড়কগুলোর মধ্যে চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না। বেশি সমস্যা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলোর ক্ষেত্রে।”
ধীরগতির কারণ হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে উঠে কিছু গাড়ির ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, দুর্ঘটনায় পড়ছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো পর্যন্ত অন্য যানবাহনের গতি কমে আসছে।
তার দাবি, এবার রাস্তায় কোথাও ভাঙাচোরা নেই। সেসব মেরামত করা হয়েছে। বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ চলায়, সেদিকে সমস্যা হওয়ার কথা ছিল। তবে যত সমস্যা হবে বলে মনে করা হয়েছিল, তার চেয়ে অনেক কম হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট, ২০১৯ ১৪:১৭

এবার ঈদযাত্রায় যানবাহন ধীরগতিতে চললেও সড়ক-মহাসড়কে কোথাও যানজট নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে সড়ক-মহাসড়কের কোথাও যানজট নেই। তবে যানবাহন ধীরগতিতে চলছে। এতে যাত্রীদের দুর্ভোগের কথা অস্বীকার করার কোনো উপায় নেই।
তিনি বলেন, “ঈদে প্রচুর লোক বাড়ি যাচ্ছে। মহাসড়কগুলোর মধ্যে চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না। বেশি সমস্যা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলোর ক্ষেত্রে।”
ধীরগতির কারণ হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে উঠে কিছু গাড়ির ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, দুর্ঘটনায় পড়ছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো পর্যন্ত অন্য যানবাহনের গতি কমে আসছে।
তার দাবি, এবার রাস্তায় কোথাও ভাঙাচোরা নেই। সেসব মেরামত করা হয়েছে। বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ চলায়, সেদিকে সমস্যা হওয়ার কথা ছিল। তবে যত সমস্যা হবে বলে মনে করা হয়েছিল, তার চেয়ে অনেক কম হচ্ছে।