সারা দেশে নতুন করে ২ হাজার ১৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক | ১১ আগস্ট, ২০১৯ ০০:০৩
সারা দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ডেঙ্গুতে শিশুসহ আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অপি রাণী রায় (১৭) নামে এক কিশোরী শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর জেনারেল হাসপাতালে মারা যায়। তিনি জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করে ঢাকায় বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।
অপরদিকে, বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুশা আক্তার (১০) নামে এক শিশু মারা যায়। ঝালকাঠির রুহুল আমিনের মেয়ে রুশা রাজধানীর মোহাম্মদপুরে পরিবারের সঙ্গে থাকত। আসন্ন ঈদের ছুটিতে ঝালকাঠির রাজাপুরে দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিল সে।
এদিকে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শুধু ঢাকাতেই ১ হাজার ৬৫ জন ভর্তি হয়েছেন।
এর আগে শুক্রবার প্রাপ্ত তথ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২ জন। তার আগে ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২ হাজার ৩২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম ৩০টি বেসরকারি হাসপাতালসহ ৪০টি হাসপাতালের তথ্যের ওপর ভিত্তি করে এ ডেটা তৈরি করেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ আগস্ট, ২০১৯ ০০:০৩

সারা দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ডেঙ্গুতে শিশুসহ আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অপি রাণী রায় (১৭) নামে এক কিশোরী শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর জেনারেল হাসপাতালে মারা যায়। তিনি জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করে ঢাকায় বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।
অপরদিকে, বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুশা আক্তার (১০) নামে এক শিশু মারা যায়। ঝালকাঠির রুহুল আমিনের মেয়ে রুশা রাজধানীর মোহাম্মদপুরে পরিবারের সঙ্গে থাকত। আসন্ন ঈদের ছুটিতে ঝালকাঠির রাজাপুরে দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিল সে।
এদিকে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শুধু ঢাকাতেই ১ হাজার ৬৫ জন ভর্তি হয়েছেন।
এর আগে শুক্রবার প্রাপ্ত তথ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২ জন। তার আগে ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২ হাজার ৩২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম ৩০টি বেসরকারি হাসপাতালসহ ৪০টি হাসপাতালের তথ্যের ওপর ভিত্তি করে এ ডেটা তৈরি করেছে।