ঈদের দিনও মিলবে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক | ১১ আগস্ট, ২০১৯ ০১:৩৫
ঈদের ছুটিতেও দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত পরীক্ষা ও চিকিৎসা চলবে। খোলা থাকবে জরুরি বিভাগও। বাতিল কার হয়েছে সব হাসপাতালের মেডিসিন বিভাগ সংশ্লিষ্টদের ঈদের ছুটি।
গত এক সপ্তাহে ঢাকা শহরের চেয়ে গ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েই চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রক্তের সংকট। সংশ্লিষ্টরা বলছেন, শহুরে লোকজনের গ্রামে চলে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া দেশ রূপান্তরকে বলেন, ‘ডেঙ্গু আক্রান্তরা যাতে সুষ্ঠু চিকিৎসা পায় সে জন্যে ফিভার ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। এমনকি ঈদের দিনও রোস্টার করে চিকিৎসকরা ডিউটি করবেন। এ ছাড়া প্যাথলজি ও জরুরি বিভাগও খোলা থাকবে ডেঙ্গু পরীক্ষার জন্য। সকল চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।’
বেসরকারি ক্লিনিক সমিতির সহসভাপতি ডা. জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেন, ঈদে ডেঙ্গু চিকিৎসা যাতে অব্যাহত থাকে সে জন্য দেশব্যাপী সকল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশির ভাগ হাসপাতাল ঈদের দিনও জরুরি বিভাগ, আন্ত:বিভাগ ও প্যাথলজি বিভাগ খোলা থাকবে। ঈদে কোনো হাসপাতাল যাতে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বেশি না নেয় সে জন্যও সবাইকে সতর্ক করা হয়েছে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ আগস্ট, ২০১৯ ০১:৩৫

ঈদের ছুটিতেও দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত পরীক্ষা ও চিকিৎসা চলবে। খোলা থাকবে জরুরি বিভাগও। বাতিল কার হয়েছে সব হাসপাতালের মেডিসিন বিভাগ সংশ্লিষ্টদের ঈদের ছুটি।
গত এক সপ্তাহে ঢাকা শহরের চেয়ে গ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েই চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রক্তের সংকট। সংশ্লিষ্টরা বলছেন, শহুরে লোকজনের গ্রামে চলে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া দেশ রূপান্তরকে বলেন, ‘ডেঙ্গু আক্রান্তরা যাতে সুষ্ঠু চিকিৎসা পায় সে জন্যে ফিভার ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। এমনকি ঈদের দিনও রোস্টার করে চিকিৎসকরা ডিউটি করবেন। এ ছাড়া প্যাথলজি ও জরুরি বিভাগও খোলা থাকবে ডেঙ্গু পরীক্ষার জন্য। সকল চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।’
বেসরকারি ক্লিনিক সমিতির সহসভাপতি ডা. জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেন, ঈদে ডেঙ্গু চিকিৎসা যাতে অব্যাহত থাকে সে জন্য দেশব্যাপী সকল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশির ভাগ হাসপাতাল ঈদের দিনও জরুরি বিভাগ, আন্ত:বিভাগ ও প্যাথলজি বিভাগ খোলা থাকবে। ঈদে কোনো হাসপাতাল যাতে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বেশি না নেয় সে জন্যও সবাইকে সতর্ক করা হয়েছে।’