ব্যবসায়ীদের কারসাজিতে চামড়ার দাম কম: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৪ আগস্ট, ২০১৯ ১৭:০৮
ব্যবসায়ীদের কারসাজিতে কোরবানির পশুর চামড়ার দাম কমেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার রংপুরের শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমনটা জানান তিনি।
টিপু মুনশি বলেন, ‘চামড়া নিয়ে যখনই ভালো উদ্যোগ গ্রহণ করি, তখনই তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে।’
এবারের ঈদুল আজহায় চামড়ার দাম স্মরণকালের সর্বনিম্ন বলে অভিযোগ উঠেছে। দাম না পেয়ে অনেককে চামড়া ফেলে দিতে বা মাটিতে পুতেঁ ফেলতে দেখা গেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদের আগে ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
চামড়ার দাম একেবারেই কমে গেছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, এটা গ্রহণযোগ্য নয়। এ কারণেই সরকার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্ত্রী জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন।
চামড়া ব্যবসায়ীরা বৈঠক ডেকেছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত দেখে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৪ আগস্ট, ২০১৯ ১৭:০৮

ব্যবসায়ীদের কারসাজিতে কোরবানির পশুর চামড়ার দাম কমেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার রংপুরের শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমনটা জানান তিনি।
টিপু মুনশি বলেন, ‘চামড়া নিয়ে যখনই ভালো উদ্যোগ গ্রহণ করি, তখনই তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে।’
এবারের ঈদুল আজহায় চামড়ার দাম স্মরণকালের সর্বনিম্ন বলে অভিযোগ উঠেছে। দাম না পেয়ে অনেককে চামড়া ফেলে দিতে বা মাটিতে পুতেঁ ফেলতে দেখা গেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদের আগে ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
চামড়ার দাম একেবারেই কমে গেছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, এটা গ্রহণযোগ্য নয়। এ কারণেই সরকার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্ত্রী জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন।
চামড়া ব্যবসায়ীরা বৈঠক ডেকেছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত দেখে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।