ডেঙ্গু রোগীর সংখ্যা অল্প করে কমে আসছে: তথ্য বিবরণী
নিজস্ব প্রতিবেদক | ১৪ আগস্ট, ২০১৯ ১৯:১৯
ফাইল ছবি।
ডেঙ্গু রোগীর সংখ্যা অল্প করে কমে আসছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই রোগীদের মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১২৫ জন ভর্তি হয়েছে।
বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত।
তথ্য বিবরণীতে বলা হয়, গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সারা দেশের হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা অল্প করে কমে আসছে।
১১ আগস্ট ২ হাজার ৩৩৪ জন, ১২ আগস্ট ২ হাজার ৯৩ জন ও ১৩ আগস্ট ১ হাজার ২০০ জন হাসপাতালে ভর্তি হয়।
বর্তমানে সারা দেশে হাসপাতালে ৭ হাজার ৮৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তার মধ্যে ঢাকায় ৪ হাজার ১৪৩ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৭২৬ জন।
এখন পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মারা গেছে ৪০ জন। তবে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে সারা দেশে মৃতের সংখ্যা অন্তত ১৩০ জন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৪ আগস্ট, ২০১৯ ১৯:১৯

ডেঙ্গু রোগীর সংখ্যা অল্প করে কমে আসছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই রোগীদের মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১২৫ জন ভর্তি হয়েছে।
বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত।
তথ্য বিবরণীতে বলা হয়, গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সারা দেশের হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা অল্প করে কমে আসছে।
১১ আগস্ট ২ হাজার ৩৩৪ জন, ১২ আগস্ট ২ হাজার ৯৩ জন ও ১৩ আগস্ট ১ হাজার ২০০ জন হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে সারা দেশে হাসপাতালে ৭ হাজার ৮৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তার মধ্যে ঢাকায় ৪ হাজার ১৪৩ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৭২৬ জন।
এখন পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মারা গেছে ৪০ জন। তবে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে সারা দেশে মৃতের সংখ্যা অন্তত ১৩০ জন।