২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে
নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট, ২০১৯ ১৭:২৩
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে এক হাজার ৬১৫ জন রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৭০৬ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫৭ জন। রাজধানী ছাড়া সারা দেশে আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন। বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ৭৩৩ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৪১৯ জন। আর অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৩১৪ জন।
এ বছরের জানুয়ারি থেকে আজ ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৭৯৭ জন। আজ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ২৪ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ডেঙ্গু সংক্রান্ত ৭০টি মৃত্যু পর্যালোচনা করে ৪০টি মৃত্যু ডেঙ্গুতেই হয়েছে বলে নিশ্চিত করেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট, ২০১৯ ১৭:২৩

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে এক হাজার ৬১৫ জন রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৭০৬ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫৭ জন। রাজধানী ছাড়া সারা দেশে আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন। বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ৭৩৩ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৪১৯ জন। আর অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৩১৪ জন।
এ বছরের জানুয়ারি থেকে আজ ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৭৯৭ জন। আজ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ২৪ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ডেঙ্গু সংক্রান্ত ৭০টি মৃত্যু পর্যালোচনা করে ৪০টি মৃত্যু ডেঙ্গুতেই হয়েছে বলে নিশ্চিত করেছে।