আসামের নাগরিকপঞ্জি ভারতের অভ্যন্তরীণ বিষয়: জয়শঙ্কর
নিজস্ব প্রতিবেদক | ২০ আগস্ট, ২০১৯ ১৪:২২
ফাইল ছবি
আসাম রাজ্যের নাগরিকপঞ্জি (এনআরসি) দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম (এস) জয়শঙ্কর।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসামের এনআরসি তালিকা থেকে বাদ পড়া লোকজনকে বাংলাদেশের পাঠানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জয়শঙ্কর বলেন, “এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।”
‘অভিন্ন নদীর’ পানিবণ্টন বিষয়ে তিনি বলেন, “৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে দু’দেশের কাছে গ্রহণযোগ্য একটি ফর্মুলা বের করতে বাংলাদেশ-ভারত রাজি হয়েছে। যত দ্রুত সম্ভব এ বিষয়ে কাজ শুরু করতে চায় দুপক্ষ।”
এসময় তিস্তার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ব্যাপারে আমাদের একটি অবস্থান রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে। এর কোনো পরিবর্তন হয়নি।”
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত- তিন দেশের জাতীয় স্বার্থের জন্যই প্রয়োজন।
এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, “বিভিন্ন ইস্যুতে আমাদের মতৈক্য আছে। আমরা উৎফুল্ল। আরও ভালো ভবিষ্যতের আশা করছি।”
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এস জয়শঙ্করের প্রথম বাংলাদেশ সফর। তিন দিনের সফরে সোমবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।
মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২০ আগস্ট, ২০১৯ ১৪:২২

আসাম রাজ্যের নাগরিকপঞ্জি (এনআরসি) দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম (এস) জয়শঙ্কর।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসামের এনআরসি তালিকা থেকে বাদ পড়া লোকজনকে বাংলাদেশের পাঠানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জয়শঙ্কর বলেন, “এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।”
‘অভিন্ন নদীর’ পানিবণ্টন বিষয়ে তিনি বলেন, “৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে দু’দেশের কাছে গ্রহণযোগ্য একটি ফর্মুলা বের করতে বাংলাদেশ-ভারত রাজি হয়েছে। যত দ্রুত সম্ভব এ বিষয়ে কাজ শুরু করতে চায় দুপক্ষ।”
এসময় তিস্তার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ব্যাপারে আমাদের একটি অবস্থান রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে। এর কোনো পরিবর্তন হয়নি।”
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত- তিন দেশের জাতীয় স্বার্থের জন্যই প্রয়োজন।
এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, “বিভিন্ন ইস্যুতে আমাদের মতৈক্য আছে। আমরা উৎফুল্ল। আরও ভালো ভবিষ্যতের আশা করছি।”
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এস জয়শঙ্করের প্রথম বাংলাদেশ সফর। তিন দিনের সফরে সোমবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।
মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।