মোজাফফর আহমদের প্রথম জানাজা সংসদের দক্ষিণ প্লাজায়
অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট, ২০১৯ ১০:১০
মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার, মুজিবনগর সরকারের উপদেষ্টা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টার পর থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা হবে।
ন্যাপ সূত্রে জানা যায়, রাতে মরদেহ কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে মোজাফফর আহমদের গ্রামের বাড়িতে নেওয়া হবে। রোববার সকাল ১০টায় সেখানে সমাহিত হবেন তিনি।
মোজাফফর আহমদ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফর ঠান্ডা লেগে বুকে কফ জমা ও মেরুদণ্ডে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ আগস্ট তাকে আইসিইউতে নেন চিকিৎসকেরা।
প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বিবৃতিতে মোজফফর আহমদের দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মোজাফফর আহমদের জন্ম ১৯২২ সালে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে দেবীদ্বার থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তদানীন্তন মুসলিম লীগের শিক্ষামন্ত্রী মফিজুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে নজির সৃষ্টি করেছিলেন তিনি।
১৯৬৮ সালে ন্যাপ দু’ভাগে বিভক্ত হয়ে যায়। একভাগ মাওলানা ভাসানীর সঙ্গে থাকলেও অন্য অংশ অধ্যাপক মোজাফফর আহমদের নেতৃত্বে আলাদা হয়ে যায়।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও শোক জানানো হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট, ২০১৯ ১০:১০

মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার, মুজিবনগর সরকারের উপদেষ্টা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টার পর থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা হবে।
ন্যাপ সূত্রে জানা যায়, রাতে মরদেহ কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে মোজাফফর আহমদের গ্রামের বাড়িতে নেওয়া হবে। রোববার সকাল ১০টায় সেখানে সমাহিত হবেন তিনি।
মোজাফফর আহমদ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফর ঠান্ডা লেগে বুকে কফ জমা ও মেরুদণ্ডে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ আগস্ট তাকে আইসিইউতে নেন চিকিৎসকেরা।
প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বিবৃতিতে মোজফফর আহমদের দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মোজাফফর আহমদের জন্ম ১৯২২ সালে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে দেবীদ্বার থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তদানীন্তন মুসলিম লীগের শিক্ষামন্ত্রী মফিজুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে নজির সৃষ্টি করেছিলেন তিনি।
১৯৬৮ সালে ন্যাপ দু’ভাগে বিভক্ত হয়ে যায়। একভাগ মাওলানা ভাসানীর সঙ্গে থাকলেও অন্য অংশ অধ্যাপক মোজাফফর আহমদের নেতৃত্বে আলাদা হয়ে যায়।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও শোক জানানো হয়।