কিছু প্রতিষ্ঠান রোহিঙ্গাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে: দীপু মনি
চাঁদপুর প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০১৯ ২২:৪৯
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সকল উদ্যোগ নিয়েছে। রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে মিয়ানমারকে তাদের মত বদলাতে বিশ্ববাসীকে সম্পৃক্ত করা হচ্ছে।
তিনি শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরানবাজার হবিসভা এলাকায় মেঘনার নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, এখন আমরা দেখছি কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা রোহিঙ্গাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নিজ দেশে ফেরত যেতে। তাদের কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষণ করছে। আশা করি অচিরেই রোহিঙ্গা সমস্যা সমাধান হয়ে যাবে।
চাঁদপুরের নদীভাঙন নিয়ে দীপু মনি বলেন, চাঁদপুরের পুরোনো একটি সমস্যা ছিল নদী ভাঙন। যা ইতিমধ্যেই অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে। চাঁদপুরে মেঘনা নদীতে ১৯ কিলোমিটার বাঁধ দেওয়া হয়েছে। আমাদের যে শহররক্ষা বাঁধ আছে তা প্রতিবছরই সংস্কার কাজ হয়। বর্ষা মৌসুমে নদী উত্তাল হয়ে প্রবল ঘূর্ণি হয়। এর ফলে প্রায়ই শহর রক্ষা বাঁধটি আশঙ্কাজনক অবস্থায় থাকে। গত মাসেগত মাসে হঠাৎ করে হরিসভা এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয় এবং আমরা সঙ্গে সঙ্গে ভাঙনরোধে কাজ করেছি। আমাদের আগের পরিকল্পনা অনুযায়ী অচিরেই চাঁদপুর শহররক্ষা বাঁধটি স্থায়ী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাঁধ রক্ষায় নদী তীরবর্তী জনগণকেও আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানাই।
এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারে মাঝে ২ বান করে টিন এবং নগদ ৬ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মইনুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলালসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চাঁদপুর প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০১৯ ২২:৪৯

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সকল উদ্যোগ নিয়েছে। রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠাতে সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে মিয়ানমারকে তাদের মত বদলাতে বিশ্ববাসীকে সম্পৃক্ত করা হচ্ছে।
তিনি শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরানবাজার হবিসভা এলাকায় মেঘনার নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, এখন আমরা দেখছি কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা রোহিঙ্গাদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নিজ দেশে ফেরত যেতে। তাদের কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষণ করছে। আশা করি অচিরেই রোহিঙ্গা সমস্যা সমাধান হয়ে যাবে।
চাঁদপুরের নদীভাঙন নিয়ে দীপু মনি বলেন, চাঁদপুরের পুরোনো একটি সমস্যা ছিল নদী ভাঙন। যা ইতিমধ্যেই অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে। চাঁদপুরে মেঘনা নদীতে ১৯ কিলোমিটার বাঁধ দেওয়া হয়েছে। আমাদের যে শহররক্ষা বাঁধ আছে তা প্রতিবছরই সংস্কার কাজ হয়। বর্ষা মৌসুমে নদী উত্তাল হয়ে প্রবল ঘূর্ণি হয়। এর ফলে প্রায়ই শহর রক্ষা বাঁধটি আশঙ্কাজনক অবস্থায় থাকে। গত মাসেগত মাসে হঠাৎ করে হরিসভা এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয় এবং আমরা সঙ্গে সঙ্গে ভাঙনরোধে কাজ করেছি। আমাদের আগের পরিকল্পনা অনুযায়ী অচিরেই চাঁদপুর শহররক্ষা বাঁধটি স্থায়ী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাঁধ রক্ষায় নদী তীরবর্তী জনগণকেও আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানাই।
এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারে মাঝে ২ বান করে টিন এবং নগদ ৬ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মইনুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলালসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।