রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি
নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট, ২০১৯ ২৩:২৩
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরাতে সহযোগিতা করবে জার্মানি। সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘকে সক্রিয়ভাবে সহায়তা করবে দেশটি।
রোববার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ আগস্ট রোহিঙ্গা শরণার্থী সংকটের দ্বিতীয় বছর হয়েছে চিহ্নিত। মিয়ানমার রোহিঙ্গা সম্প্রদায়কে টার্গেট করায় সহিংসতা থেকে ৭ লাখ ২০ হাজারেরও বেশি শিশু, নারী ও পুরুষ পালিয়ে এসেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জার্মান সরকার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতে সহায়তা দিয়ে আসছে। এখন পর্যন্ত ৯৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার জন্য জার্মান সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আসতে শুরু করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট, ২০১৯ ২৩:২৩

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরাতে সহযোগিতা করবে জার্মানি। সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘকে সক্রিয়ভাবে সহায়তা করবে দেশটি।
রোববার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ আগস্ট রোহিঙ্গা শরণার্থী সংকটের দ্বিতীয় বছর হয়েছে চিহ্নিত। মিয়ানমার রোহিঙ্গা সম্প্রদায়কে টার্গেট করায় সহিংসতা থেকে ৭ লাখ ২০ হাজারেরও বেশি শিশু, নারী ও পুরুষ পালিয়ে এসেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জার্মান সরকার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতে সহায়তা দিয়ে আসছে। এখন পর্যন্ত ৯৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার জন্য জার্মান সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আসতে শুরু করে।