লাল কার্ড পেয়ে বিএনপি এখন মাঠের বাইরে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ২৬ আগস্ট, ২০১৯ ২০:৪৬
রাজনীতির নামে জনগণের ওপর পেট্রল বোমা সন্ত্রাস চালানোর কারণে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। লাল কার্ড পেয়ে দলটি মাঠের বাইরে চলে গেছে বলেও দাবি করেছেন তিনি।
বিএনপি নেতা নজরুল ইসলাম খানের সাম্প্রতিক এক মন্তব্যের বিষয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে এ কথা বলেন মন্ত্রী। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় করেন হাসান মাহমুদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গত রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে রাজনীতি থেকে বিদায় করা হবে বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে হাসান মাহমুদ আরও বলেন, বিএনপি নেতারা এ ধরনের মন্তব্য দীর্ঘদিন ধরে করে আসছেন কিন্তু যারা লাল কার্ড পেয়ে ইতিমধ্যেই রাজনীতির মাঠের বাইরে, তারা আবার কাকে লাল কার্ড দেখাবেন!
‘রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, মনে রাখতে হবে, মানবিক কারণে যাদের আশ্রয় দেয়া হয়েছে, তাদের জোর করে সরিয়ে দেয়া যায় না। রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের ফেলে আসা বাসভূমের ওপর যে আস্থা ফেরাতে মিয়ানমারকেই কাজ করতে হবে।
কিছু এনজিও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গারা এদেশে থাকলে এনজিওগুলোর ‘ফান্ড’ পেতে সুবিধা হয়। সবকিছুর ওপরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও বিদেশি চাপ অব্যাহত রয়েছে। মির্জা ফখরুল এ বিষয়গুলো বুঝতে পারেননি।
বাচসাসের প্রথম নারী সভাপতি নির্বাচিত হওয়ায় ফাল্গুনী হামিদকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উৎকর্ষ সাধনে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চলচ্চিত্র শিল্পকে নতুন জীবনদানে গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ, এফডিসিতে নতুন বহুতল ভবন নির্মাণ, জেলা তথ্য কমপ্লেক্সগুলোতে এক শ আসনের পরিবর্তে তিন শ আসনের হল নির্মাণ, প্রেক্ষাগৃহ সংস্কার ও পুনরায় চালু করতে সহজ শর্তে ঋণদানসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সমাজের বিত্তবানদেরও উচিত এখাতে বিনিয়োগ করা । মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক ও বাচসাসের কার্য নির্বাহী কমিটির সদস্যরা।
এদিকে সোমবার সকালে চলচ্চিত্র অভিনেতা খলিলুর রহমান বাবরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ আগস্ট, ২০১৯ ২০:৪৬

রাজনীতির নামে জনগণের ওপর পেট্রল বোমা সন্ত্রাস চালানোর কারণে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। লাল কার্ড পেয়ে দলটি মাঠের বাইরে চলে গেছে বলেও দাবি করেছেন তিনি।
বিএনপি নেতা নজরুল ইসলাম খানের সাম্প্রতিক এক মন্তব্যের বিষয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে এ কথা বলেন মন্ত্রী। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় করেন হাসান মাহমুদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গত রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে রাজনীতি থেকে বিদায় করা হবে বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে হাসান মাহমুদ আরও বলেন, বিএনপি নেতারা এ ধরনের মন্তব্য দীর্ঘদিন ধরে করে আসছেন কিন্তু যারা লাল কার্ড পেয়ে ইতিমধ্যেই রাজনীতির মাঠের বাইরে, তারা আবার কাকে লাল কার্ড দেখাবেন!
‘রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, মনে রাখতে হবে, মানবিক কারণে যাদের আশ্রয় দেয়া হয়েছে, তাদের জোর করে সরিয়ে দেয়া যায় না। রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের ফেলে আসা বাসভূমের ওপর যে আস্থা ফেরাতে মিয়ানমারকেই কাজ করতে হবে।
কিছু এনজিও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গারা এদেশে থাকলে এনজিওগুলোর ‘ফান্ড’ পেতে সুবিধা হয়। সবকিছুর ওপরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও বিদেশি চাপ অব্যাহত রয়েছে। মির্জা ফখরুল এ বিষয়গুলো বুঝতে পারেননি।
বাচসাসের প্রথম নারী সভাপতি নির্বাচিত হওয়ায় ফাল্গুনী হামিদকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উৎকর্ষ সাধনে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চলচ্চিত্র শিল্পকে নতুন জীবনদানে গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ, এফডিসিতে নতুন বহুতল ভবন নির্মাণ, জেলা তথ্য কমপ্লেক্সগুলোতে এক শ আসনের পরিবর্তে তিন শ আসনের হল নির্মাণ, প্রেক্ষাগৃহ সংস্কার ও পুনরায় চালু করতে সহজ শর্তে ঋণদানসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সমাজের বিত্তবানদেরও উচিত এখাতে বিনিয়োগ করা । মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক ও বাচসাসের কার্য নির্বাহী কমিটির সদস্যরা।
এদিকে সোমবার সকালে চলচ্চিত্র অভিনেতা খলিলুর রহমান বাবরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।