কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী
নিজস্ব প্রতিবেদক | ৩০ আগস্ট, ২০১৯ ২৩:২২
গত এক সপ্তাহ যাবৎ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সার্বিকভাবে কিছুটা কমেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এ মাসের সর্বনিম্ন ১ হাজর ২৯ জন। তবে চলতি আগস্টেই সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৯৭৪ জন। যা ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট আক্রান্ত রোগীর চেয়েও বেশি। এই সময়ে সারা দেশে মোট আক্রান্ত হয়েছিল ৫০ হাজার ১৪৮ জন।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যুর খবর এসেছে। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর ডেঙ্গু সন্দেহে মৃত্যুর সংখ্যা ১৮০ জনে পৌঁছাল। এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৮৮টি মৃত্যু পর্যালোচনা শেষ করে ৫২ জনকে ডেঙ্গুর কারণে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৯ হাজার ৪৩৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৫৫৮ জন। যা মোট আক্রান্ত রোগীর ৯৩ শতাংশ। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৪ হাজার ৬৯৭ জন। যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ কম। এদের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৬১০ জন। আর ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২ হাজার ৮৭ জন।
অধিদপ্তরের তথ্যানুযায়ী ঢাকা শহরে নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ৮৪ জন, মিটফোর্ড হাসপাতালে ৫৩ জন, শিশু হাসপাতালে ২৪ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে ২৭ জন, বিএসএমএমইউতে ২৪ জন, পুলিশ হাসপাতালে ১০ জন, মুগদা মেডিকেলে ৪৪ জন, সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা হাসপাতালে ৪৩ জন, বেসরকারি ক্লিনিকে ১৩৪ জনসহ ৪১টি হাসপাতালে ৪৬৪ জন ভর্তি হয়েছে।
ঢাকা শহর বাদে ঢাকাসহ অন্যান্য বিভাগে মোট ভর্তি হয়েছেন ৫৬০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩১ জন, চট্টগ্রামে ৮৬ জন, খুলনায় ১৬০ জন, রংপুরে ১১ জন, রাজশাহীতে ৬০ জন, বরিশালে ৮৭ জন, সিলেটে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২০ জন আক্রান্ত হয়েছে।
আমাদের ঢাকা মেডিকেল ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ডেঙ্গুতে সারা দেশে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা মুন্নী বেগম (৫২) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। পাবনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী মকো (৫০) নামে এক ব্যবসায়ী বুধবার রাতে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এছাড়া, সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দোলেনা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ আগস্ট, ২০১৯ ২৩:২২

গত এক সপ্তাহ যাবৎ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সার্বিকভাবে কিছুটা কমেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এ মাসের সর্বনিম্ন ১ হাজর ২৯ জন। তবে চলতি আগস্টেই সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৯৭৪ জন। যা ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট আক্রান্ত রোগীর চেয়েও বেশি। এই সময়ে সারা দেশে মোট আক্রান্ত হয়েছিল ৫০ হাজার ১৪৮ জন।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যুর খবর এসেছে। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর ডেঙ্গু সন্দেহে মৃত্যুর সংখ্যা ১৮০ জনে পৌঁছাল। এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৮৮টি মৃত্যু পর্যালোচনা শেষ করে ৫২ জনকে ডেঙ্গুর কারণে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৯ হাজার ৪৩৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৫৫৮ জন। যা মোট আক্রান্ত রোগীর ৯৩ শতাংশ। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৪ হাজার ৬৯৭ জন। যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ কম। এদের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৬১০ জন। আর ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২ হাজার ৮৭ জন।
অধিদপ্তরের তথ্যানুযায়ী ঢাকা শহরে নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ৮৪ জন, মিটফোর্ড হাসপাতালে ৫৩ জন, শিশু হাসপাতালে ২৪ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে ২৭ জন, বিএসএমএমইউতে ২৪ জন, পুলিশ হাসপাতালে ১০ জন, মুগদা মেডিকেলে ৪৪ জন, সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা হাসপাতালে ৪৩ জন, বেসরকারি ক্লিনিকে ১৩৪ জনসহ ৪১টি হাসপাতালে ৪৬৪ জন ভর্তি হয়েছে।
ঢাকা শহর বাদে ঢাকাসহ অন্যান্য বিভাগে মোট ভর্তি হয়েছেন ৫৬০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩১ জন, চট্টগ্রামে ৮৬ জন, খুলনায় ১৬০ জন, রংপুরে ১১ জন, রাজশাহীতে ৬০ জন, বরিশালে ৮৭ জন, সিলেটে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২০ জন আক্রান্ত হয়েছে।
আমাদের ঢাকা মেডিকেল ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ডেঙ্গুতে সারা দেশে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা মুন্নী বেগম (৫২) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। পাবনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী মকো (৫০) নামে এক ব্যবসায়ী বুধবার রাতে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এছাড়া, সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দোলেনা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।