বিমানবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | ২ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২৫
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সোমবার বিমানবাহিনীর সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এওসি-ইন-সি এয়ার মার্শাল রাজিব দয়াল মাথুর।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এওসি-ইন-সি ইস্টার্ণ এয়ার কমান্ড স্ত্রী ও একজন সফরসঙ্গীসহ গত রবিবার চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। এই সফর ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এওসি-ইন-সি এর এই সফর দুই দেশের বিমানবাহিনীর মধ্যকার সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২৫

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সোমবার বিমানবাহিনীর সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এওসি-ইন-সি এয়ার মার্শাল রাজিব দয়াল মাথুর।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এওসি-ইন-সি ইস্টার্ণ এয়ার কমান্ড স্ত্রী ও একজন সফরসঙ্গীসহ গত রবিবার চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। এই সফর ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এওসি-ইন-সি এর এই সফর দুই দেশের বিমানবাহিনীর মধ্যকার সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শেয়ার করুন