মিয়ানমারের অবশ্যই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে হবে: রবার্ট মিলার
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৫০
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদেরকে মিয়ানমারের অবশ্যই ফিরিয়ে নিতে হবে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, এ জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। বিশ্ব সম্প্রদায়কে চতুর্মুখী চাপ অব্যাহত রাখতে হবে। যাতে মিয়ানমার তার দেশে রোহিঙ্গাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করে। এতে রোহিঙ্গারা আশ্বস্ত হবে, তারা নিজ দেশে ফিরে যাবে।
তিনি আরও বলেছেন, এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা সংকট নিরসনে আমেরিকা বাংলাদেশের পাশে আছে এবং থাকবে।
আর্ল রবার্ট মিলার মঙ্গলবার সিলেটের সুরমা নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী কিন ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত কিন ব্রিজের সৌন্দর্য দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে বলেন, এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা। ৮৬ বছরের পুরোনো এই ব্রিজটি পর্যটকদের মন জুড়াবে।
সিলেট সিটি করপোরেশন সম্প্রতি ব্রিজটির সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ায় তিনি প্রশংসা করে বলেন, শুনছি এই ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে কেবলমাত্র পায়ে হাঁটার ব্রিজে রূপান্তর করা হবে। আর সেটা হলে এটি হবে বিশ্বের অন্যতম দীর্ঘ পদচারী সেতু।
তিনি বলেন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আমন্ত্রণ পেয়ে ব্রিজটি দেখতে এসেছি। এখানে এসে আলী আমজদের ঘড়িও দেখলাম। এটিও একটি চমৎকার স্থাপনা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সুরমা নদীর উপর ১৯৩৩ সালে তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে নির্মিত হয় কিন ব্রিজ। সম্পূর্ণ লোহার কাঠামোয় নির্মিত এই ব্রিজটির সৌন্দর্য যে কারও নজর কাড়ে। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা ডিনামাইট দিয়ে ব্রিজের একাংশ উড়িয়ে দিয়েছিল। দেশ স্বাধীনের পর মেরামত করে ব্রিজটি পুনরায় চালু করা হয়। এরপর কয়েক দফা হয়েছে এই ব্রিজের সংস্কার কাজ। গত প্রায় দেড় দশক ধরে এই ব্রিজ দিয়ে কেবলমাত্র রিকশা, অটোরিকশাসহ হালকা যানবাহন ও পথচারীরা চলাফেরা করছেন। এখন এই ব্রিজ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করার চিন্তা-ভাবনা চলছে। ব্রিজটি মেরামত করার জন্য গত ৩১ আগস্ট থেকে আপাতত সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মেরামত কাজ শেষে- এই ব্রিজ দিয়ে আর যানবাহন চলবে, না-কি এটি কেবলই পায়ে হাঁটার সেতু হিসাবে সংরক্ষিত থাকবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৫০
.jpg)
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদেরকে মিয়ানমারের অবশ্যই ফিরিয়ে নিতে হবে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, এ জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। বিশ্ব সম্প্রদায়কে চতুর্মুখী চাপ অব্যাহত রাখতে হবে। যাতে মিয়ানমার তার দেশে রোহিঙ্গাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করে। এতে রোহিঙ্গারা আশ্বস্ত হবে, তারা নিজ দেশে ফিরে যাবে।
তিনি আরও বলেছেন, এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। রোহিঙ্গা সংকট নিরসনে আমেরিকা বাংলাদেশের পাশে আছে এবং থাকবে।
আর্ল রবার্ট মিলার মঙ্গলবার সিলেটের সুরমা নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী কিন ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত কিন ব্রিজের সৌন্দর্য দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে বলেন, এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা। ৮৬ বছরের পুরোনো এই ব্রিজটি পর্যটকদের মন জুড়াবে।
সিলেট সিটি করপোরেশন সম্প্রতি ব্রিজটির সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ায় তিনি প্রশংসা করে বলেন, শুনছি এই ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে কেবলমাত্র পায়ে হাঁটার ব্রিজে রূপান্তর করা হবে। আর সেটা হলে এটি হবে বিশ্বের অন্যতম দীর্ঘ পদচারী সেতু।
তিনি বলেন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আমন্ত্রণ পেয়ে ব্রিজটি দেখতে এসেছি। এখানে এসে আলী আমজদের ঘড়িও দেখলাম। এটিও একটি চমৎকার স্থাপনা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সুরমা নদীর উপর ১৯৩৩ সালে তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে নির্মিত হয় কিন ব্রিজ। সম্পূর্ণ লোহার কাঠামোয় নির্মিত এই ব্রিজটির সৌন্দর্য যে কারও নজর কাড়ে। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা ডিনামাইট দিয়ে ব্রিজের একাংশ উড়িয়ে দিয়েছিল। দেশ স্বাধীনের পর মেরামত করে ব্রিজটি পুনরায় চালু করা হয়। এরপর কয়েক দফা হয়েছে এই ব্রিজের সংস্কার কাজ। গত প্রায় দেড় দশক ধরে এই ব্রিজ দিয়ে কেবলমাত্র রিকশা, অটোরিকশাসহ হালকা যানবাহন ও পথচারীরা চলাফেরা করছেন। এখন এই ব্রিজ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করার চিন্তা-ভাবনা চলছে। ব্রিজটি মেরামত করার জন্য গত ৩১ আগস্ট থেকে আপাতত সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মেরামত কাজ শেষে- এই ব্রিজ দিয়ে আর যানবাহন চলবে, না-কি এটি কেবলই পায়ে হাঁটার সেতু হিসাবে সংরক্ষিত থাকবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।