জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: পরিবেশমন্ত্রী
এম এম সামছুল ইসলাম, জুড়ি (মৌলভীবাজার) | ৪ সেপ্টেম্বর, ২০১৯ ২১:১০
ছবি: দেশ রূপান্তর
মৌলভীবাজারের জুড়ি উপজেলা স্কাউটের সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এম. পি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলার একমাত্র মাধ্যম হলো বৃক্ষ রোপণ করা।
তিনি বলেন, আগামী বৎসর সারা দেশে একযোগে এক কোটি বৃক্ষ রোপণ করা হবে। এই কর্মসূচিতে জুড়ি উপজেলার সকল স্কাউটদের অংশ গ্রহণ করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলায় বিশ্বে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আমাকে বাংলাদেশে এই দায়িত্বটি দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি এই দায়িত্বটি সুষ্ঠুভাবে পালন করতে পারি।
মন্ত্রী বলেন, একনেকের সভায় প্রধানমন্ত্রী স্কাউটের উন্নয়নে সাড়ে তিন শত কোটি টাকার একটি প্রজেক্ট বরাদ্দ দিয়েছেন।
উপজেলা স্কাউটের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিক এর সভাপতিত্বে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমদ বিপিএম (বার), বাংলাদেশ স্কাউটসের এর জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু, জুড়ি উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
এম এম সামছুল ইসলাম, জুড়ি (মৌলভীবাজার) | ৪ সেপ্টেম্বর, ২০১৯ ২১:১০

মৌলভীবাজারের জুড়ি উপজেলা স্কাউটের সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এম. পি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলার একমাত্র মাধ্যম হলো বৃক্ষ রোপণ করা।
তিনি বলেন, আগামী বৎসর সারা দেশে একযোগে এক কোটি বৃক্ষ রোপণ করা হবে। এই কর্মসূচিতে জুড়ি উপজেলার সকল স্কাউটদের অংশ গ্রহণ করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলায় বিশ্বে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আমাকে বাংলাদেশে এই দায়িত্বটি দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি এই দায়িত্বটি সুষ্ঠুভাবে পালন করতে পারি।
মন্ত্রী বলেন, একনেকের সভায় প্রধানমন্ত্রী স্কাউটের উন্নয়নে সাড়ে তিন শত কোটি টাকার একটি প্রজেক্ট বরাদ্দ দিয়েছেন।
উপজেলা স্কাউটের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিক এর সভাপতিত্বে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমদ বিপিএম (বার), বাংলাদেশ স্কাউটসের এর জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু, জুড়ি উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।