দেশের মানুষের ওপর বিএনপির আস্থা নেই : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৫ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:৪৫
ফাইল ফটো
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের ওপর বিএনপির আস্থা নেই। তাই বারবার নালিশ করতে বিদেশিদের কাছে যাচ্ছে। কোনো একটা কিছু হলেই বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে। এ কারণে অনেকে তাদেরকে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ বলে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে ‘বিএনপি আবারও কূটনীতিকদের কাছে নালিশ করেছে’– এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
ড. হাছান বলেন, যে রাজনৈতিক দলের দেশের মানুষের ওপর আস্থা নেই তারাই কেবল বিদেশিদের দ্বারে দ্বারে যেতে পারে। এজন্যই বিএনপি সর্বদা বিদেশিদের দ্বারে যায়। এটি বিএনপির জন্য লজ্জাজনক।
অক্টোবরে বিএনপির আন্দোলন বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘কোন বছরের অক্টোবর থেকে তাদের আন্দোলন, সেটিই প্রশ্ন। কারণ তারা ১০ বছর ধরে এ কথা বলে আসছেন। গরম একটু কমলে বা শীত একটু কমলে, বার্ষিক পরীক্ষার পরে, রোজার পরে, ঈদের পরে, বৃষ্টি একটু কমলে– এভাবে বহু সময় বহু আন্দোলনের তারিখ আমরা দেখেছি। কিন্তু তাদের পক্ষে কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ব্যর্থ নেতা অভিহিত করে তিনি বলেন, আন্দোলনের ডাক দেওয়া নেতৃবৃন্দের ওপর বিএনপির কর্মীদের আস্থা নেই। এ সময় তিনি প্রশ্ন করে বলেন, ‘যে নেতৃবৃন্দ উচ্চ আদালতে হিজাব পরে যায়, সে নেতৃবৃন্দের ওপর কর্মীরা কীভাবে আস্থা রাখবে?’
দেশের ব্যাংক খাত নিয়ে বিএনপির অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বারবার ব্যাংক খাতে দুর্নীতি নিয়ে অভিযোগ তুলছে, কিন্তু সত্য হলো দেশের ব্যাংক খাতে ঋণখেলাপি শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে।
তিনি বলেন, বর্তমান সরকারের গত সাড়ে ১০ বছরে দেশের অর্থনীতির পরিধি তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বিশ্বে জিডিপি প্রবৃদ্ধির হার অর্জনের দিক থেকে তৃতীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ হ্রাস পেয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:৪৫

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের ওপর বিএনপির আস্থা নেই। তাই বারবার নালিশ করতে বিদেশিদের কাছে যাচ্ছে। কোনো একটা কিছু হলেই বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে। এ কারণে অনেকে তাদেরকে ‘বাংলাদেশ নালিশ পার্টি’ বলে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে ‘বিএনপি আবারও কূটনীতিকদের কাছে নালিশ করেছে’– এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
ড. হাছান বলেন, যে রাজনৈতিক দলের দেশের মানুষের ওপর আস্থা নেই তারাই কেবল বিদেশিদের দ্বারে দ্বারে যেতে পারে। এজন্যই বিএনপি সর্বদা বিদেশিদের দ্বারে যায়। এটি বিএনপির জন্য লজ্জাজনক।
অক্টোবরে বিএনপির আন্দোলন বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘কোন বছরের অক্টোবর থেকে তাদের আন্দোলন, সেটিই প্রশ্ন। কারণ তারা ১০ বছর ধরে এ কথা বলে আসছেন। গরম একটু কমলে বা শীত একটু কমলে, বার্ষিক পরীক্ষার পরে, রোজার পরে, ঈদের পরে, বৃষ্টি একটু কমলে– এভাবে বহু সময় বহু আন্দোলনের তারিখ আমরা দেখেছি। কিন্তু তাদের পক্ষে কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ব্যর্থ নেতা অভিহিত করে তিনি বলেন, আন্দোলনের ডাক দেওয়া নেতৃবৃন্দের ওপর বিএনপির কর্মীদের আস্থা নেই। এ সময় তিনি প্রশ্ন করে বলেন, ‘যে নেতৃবৃন্দ উচ্চ আদালতে হিজাব পরে যায়, সে নেতৃবৃন্দের ওপর কর্মীরা কীভাবে আস্থা রাখবে?’
দেশের ব্যাংক খাত নিয়ে বিএনপির অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বারবার ব্যাংক খাতে দুর্নীতি নিয়ে অভিযোগ তুলছে, কিন্তু সত্য হলো দেশের ব্যাংক খাতে ঋণখেলাপি শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে।
তিনি বলেন, বর্তমান সরকারের গত সাড়ে ১০ বছরে দেশের অর্থনীতির পরিধি তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বিশ্বে জিডিপি প্রবৃদ্ধির হার অর্জনের দিক থেকে তৃতীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ হ্রাস পেয়েছে।