বাংলাদেশের ‘সংকুচিত রাজনৈতিক পরিবেশ’ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক | ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫২
রিটা ফ্রেঞ্চ। ছবি: টুইটার
নির্বাচনের পর বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ‘কমে যাওয়ায়’ উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। জাতিসংঘ মানবাধিকার পরিষদের হাই কমিশনারের রিপোর্টকে স্বাগত জানিয়ে মঙ্গলবার নিজ দেশের অবস্থান তুলে ধরেন ব্রিটেনের মানবাধিকার বিষয়ক ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর রিটা ফ্রেঞ্চ।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাধারণ আলোচনায় রিটা বলেন, ‘বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা হ্রাস এবং ২০১৮ সালের নির্বাচনের পর রাজনৈতিক পরিবেশ সংকুচিত হওয়ায় আমরা উদ্বিগ্ন।’
‘মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক আদর্শ বজায় রাখতে বাংলাদেশের যে প্রতিশ্রুতি সেটির সঙ্গে এখন পদক্ষেপের মিল থাকা প্রয়োজন।’
ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশ ছাড়াও ক্যামেরন, জিম্বাবুয়ে, ভিয়েতনাম, হংকং এবং বাহরাইনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রিটা নিজ দেশের অবস্থানের বিষয়টি পরিষ্কার করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫২
রিটা ফ্রেঞ্চ। ছবি: টুইটার
নির্বাচনের পর বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ‘কমে যাওয়ায়’ উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। জাতিসংঘ মানবাধিকার পরিষদের হাই কমিশনারের রিপোর্টকে স্বাগত জানিয়ে মঙ্গলবার নিজ দেশের অবস্থান তুলে ধরেন ব্রিটেনের মানবাধিকার বিষয়ক ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর রিটা ফ্রেঞ্চ।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাধারণ আলোচনায় রিটা বলেন, ‘বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা হ্রাস এবং ২০১৮ সালের নির্বাচনের পর রাজনৈতিক পরিবেশ সংকুচিত হওয়ায় আমরা উদ্বিগ্ন।’
‘মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক আদর্শ বজায় রাখতে বাংলাদেশের যে প্রতিশ্রুতি সেটির সঙ্গে এখন পদক্ষেপের মিল থাকা প্রয়োজন।’
ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশ ছাড়াও ক্যামেরন, জিম্বাবুয়ে, ভিয়েতনাম, হংকং এবং বাহরাইনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রিটা নিজ দেশের অবস্থানের বিষয়টি পরিষ্কার করেন।
শেয়ার করুন