পদ্মাসেতু-মেট্রোরেল বিএনপি স্বপ্নেও দেখেনি: কাদের
নিজস্ব প্রতিবেদক | ১২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫৪
মহাসড়ক তৈরি করার কোনো অভিজ্ঞতা বিএনপির নেই দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু, মেট্রোরেল এ সব তারা স্বপ্নেও দেখেনি।
বৃহস্পতিবার সেতু ভবনে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি টোল আদায়ের সিদ্ধান্ত নিয়ে মিথ্যাচার করছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘মহাসড়ক করার কোনো অভিজ্ঞতা তো বিএনপির নেই। তারা যখন ক্ষমতায় ছিল, তখন চার লেনের কোনো রাস্তাই ছিল না। পদ্মাসেতু, মেট্রোরেল এ সব তারা স্বপ্নেও দেখেনি। এ দেশে সড়ক অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, এ সবের বিষয় তাদের কোনো অভিজ্ঞতা নেই।’
তিনি বলেন, অন্যান্য দেশে যে টোল আদায় হয় এটা বিএনপি জেনেও না জানার ভান করছে। রাস্তা করতে হলে তো রাস্তা ব্যবহার উপযোগী রাখতে হয়, রাস্তার তো মেন্টেইনেন্স আছে।
রংপুর-৩ আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, রংপুরের আসনটি জোটগত সিট বণ্টনের এটা জাতীয় পার্টির ছিল। এখন যদি জোটগতভাবে আমাদের কাছে আসনটি চান এবং বলেন আসনটা আমাদের দেওয়া হোক, তখন আমরা বিবেচনা করব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫৪

মহাসড়ক তৈরি করার কোনো অভিজ্ঞতা বিএনপির নেই দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু, মেট্রোরেল এ সব তারা স্বপ্নেও দেখেনি।
বৃহস্পতিবার সেতু ভবনে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি টোল আদায়ের সিদ্ধান্ত নিয়ে মিথ্যাচার করছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘মহাসড়ক করার কোনো অভিজ্ঞতা তো বিএনপির নেই। তারা যখন ক্ষমতায় ছিল, তখন চার লেনের কোনো রাস্তাই ছিল না। পদ্মাসেতু, মেট্রোরেল এ সব তারা স্বপ্নেও দেখেনি। এ দেশে সড়ক অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, এ সবের বিষয় তাদের কোনো অভিজ্ঞতা নেই।’
তিনি বলেন, অন্যান্য দেশে যে টোল আদায় হয় এটা বিএনপি জেনেও না জানার ভান করছে। রাস্তা করতে হলে তো রাস্তা ব্যবহার উপযোগী রাখতে হয়, রাস্তার তো মেন্টেইনেন্স আছে।
রংপুর-৩ আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, রংপুরের আসনটি জোটগত সিট বণ্টনের এটা জাতীয় পার্টির ছিল। এখন যদি জোটগতভাবে আমাদের কাছে আসনটি চান এবং বলেন আসনটা আমাদের দেওয়া হোক, তখন আমরা বিবেচনা করব।