রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বসছে বাংলাদেশ মিয়ানমার চীন
নিজস্ব প্রতিবেদক | ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০১:১১
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: এএফপি
চলমান রোহিঙ্গা সংকট নিরসনের লক্ষ্যে চীনা প্রতিনিধির মধ্যস্থতায় চলতি মাসেই মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশন চলাকালেই এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, মন্ত্রণালয় আমাদের জানিয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ত্রিদেশীয় এই বৈঠক হবে।
আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংসদীয় কমিটির বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অগ্রগতি ও মিয়ানমারের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০১:১১

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: এএফপি
চলমান রোহিঙ্গা সংকট নিরসনের লক্ষ্যে চীনা প্রতিনিধির মধ্যস্থতায় চলতি মাসেই মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশন চলাকালেই এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, মন্ত্রণালয় আমাদের জানিয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ত্রিদেশীয় এই বৈঠক হবে।
আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংসদীয় কমিটির বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অগ্রগতি ও মিয়ানমারের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুন