‘ভূমিসেবা হটলাইন-১৬১২৩’ চালু হচ্ছে ১০ অক্টোবর থেকে
নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৪৬
জনগণকে ভূমি বিষয়ক সেবা দিতে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অত্যাধুনিক হটলাইন কার্যক্রম। হটলাইন নম্বর ১৬১২৩ এর মাধ্যমে ২৪ ঘণ্টা এই সেবা প্রদান করবে মন্ত্রণালয়। সেবাগ্রহীতার নিকট হতে অভিযোগ গ্রহণ, দ্রুততম সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি, জরুরি অভ্যন্তরীণ যোগাযোগসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে এই হটলাইনের মাধ্যমে। হটলাইনে অভিযোগকারীদের নাম পরিচয় গোপন রাখা হবে।
সোমবার এ সব তথ্য জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে জনগণকে ভূমি সেবা প্রদান করার কর্মকাণ্ডে এটা একটা মাইলফলক।
এদিন রাজধানীর মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনের ভূমি সংস্কার বোর্ড এর প্রধান কার্যালয়ে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন মন্ত্রী। বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনার সভাপতিত্বে সভায় ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আবদুল হকসহ মন্ত্রণালয় ও বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় হটলাইন চালুর উদ্দেশ্য নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। ভূমি অফিসের অনিয়মের অভিযোগগুলো জনগণের কাছ থেকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যেই মূলত হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
এর আগে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত ৭৪ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) নিয়ে আয়োজিত সভায় কথা বলেন ভূমিমন্ত্রী। প্রশিক্ষণার্থী এসিল্যান্ডদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া এসিল্যান্ডদের নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থিত সরকারি খাস জমির পূর্ণাঙ্গ তালিকা করার নির্দেশ প্রদান করেন মন্ত্রী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৪৬

জনগণকে ভূমি বিষয়ক সেবা দিতে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অত্যাধুনিক হটলাইন কার্যক্রম। হটলাইন নম্বর ১৬১২৩ এর মাধ্যমে ২৪ ঘণ্টা এই সেবা প্রদান করবে মন্ত্রণালয়। সেবাগ্রহীতার নিকট হতে অভিযোগ গ্রহণ, দ্রুততম সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি, জরুরি অভ্যন্তরীণ যোগাযোগসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে এই হটলাইনের মাধ্যমে। হটলাইনে অভিযোগকারীদের নাম পরিচয় গোপন রাখা হবে।
সোমবার এ সব তথ্য জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে জনগণকে ভূমি সেবা প্রদান করার কর্মকাণ্ডে এটা একটা মাইলফলক।
এদিন রাজধানীর মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনের ভূমি সংস্কার বোর্ড এর প্রধান কার্যালয়ে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন মন্ত্রী। বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনার সভাপতিত্বে সভায় ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আবদুল হকসহ মন্ত্রণালয় ও বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় হটলাইন চালুর উদ্দেশ্য নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। ভূমি অফিসের অনিয়মের অভিযোগগুলো জনগণের কাছ থেকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যেই মূলত হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
এর আগে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত ৭৪ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) নিয়ে আয়োজিত সভায় কথা বলেন ভূমিমন্ত্রী। প্রশিক্ষণার্থী এসিল্যান্ডদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া এসিল্যান্ডদের নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থিত সরকারি খাস জমির পূর্ণাঙ্গ তালিকা করার নির্দেশ প্রদান করেন মন্ত্রী।