সরকারি হিসাবে ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪০
স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু নিশ্চিত করল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কাছে এ বছর ২২৪ জনের ডেঙ্গু সন্দেহে মৃত্যুর তথ্য এসেছে।
অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১২৬টি মৃত্যু পর্যালোচনা করে ৭৫ জনের ডেঙ্গুতে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। গত রবিবার সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যা ছিল ৬৮ জন। আর সন্দেহজনক মৃত্যু ছিল ২০৩ জনের।
এদিকে গত শুক্রবার থেকে সারা দেশে নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচশর নিচে রয়েছে। তবে গত দুই দিন যাবৎ আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬১ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৪৩০ জন এবং তার আগের ২৪ ঘণ্টায় ৪০৮ জন।
নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৩ জন ও ঢাকার বাইরে ৩১৮ জন। অর্থাৎ ঢাকার চেয়ে ঢাকার বাইরে ১৭৮ জন রোগী বেশি। গত ২১ জুলাই থেকে নতুন ডেঙ্গু রোগী পাঁচশর নিচে থাকলেও গত দুই দিন যাবৎ রোগী কিছুটা বেড়েছে। তবে সেপ্টেম্বরের শুরু থেকেই নতুন রোগী হাজারের নিচে রয়েছে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৮৫ হাজার ২৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৬৭ জন। আর হাসপাতালে ভর্তি ছিল ২ হাজার ১৮ জন। এদের মধ্যে ঢাকা শহরে ৮৬১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫৭ জন।
ঢাকায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ৩৬ জন, মিটফোর্ড হাসপাতালে ১৭ জন, শিশু হাসপাতালে ১ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে ৯ জন, মুগদা হাসপাতালে ২১ জন, সিএমএইচে ৬ জন ও কুর্মিটোলা মেডিকেলে ১২ জন ভর্তি হয়েছে।
ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১২১ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, সিলেট বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন ভর্তি হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪০

স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু নিশ্চিত করল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কাছে এ বছর ২২৪ জনের ডেঙ্গু সন্দেহে মৃত্যুর তথ্য এসেছে।
অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১২৬টি মৃত্যু পর্যালোচনা করে ৭৫ জনের ডেঙ্গুতে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। গত রবিবার সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যা ছিল ৬৮ জন। আর সন্দেহজনক মৃত্যু ছিল ২০৩ জনের।
এদিকে গত শুক্রবার থেকে সারা দেশে নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচশর নিচে রয়েছে। তবে গত দুই দিন যাবৎ আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬১ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৪৩০ জন এবং তার আগের ২৪ ঘণ্টায় ৪০৮ জন।
নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৩ জন ও ঢাকার বাইরে ৩১৮ জন। অর্থাৎ ঢাকার চেয়ে ঢাকার বাইরে ১৭৮ জন রোগী বেশি। গত ২১ জুলাই থেকে নতুন ডেঙ্গু রোগী পাঁচশর নিচে থাকলেও গত দুই দিন যাবৎ রোগী কিছুটা বেড়েছে। তবে সেপ্টেম্বরের শুরু থেকেই নতুন রোগী হাজারের নিচে রয়েছে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৮৫ হাজার ২৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৬৭ জন। আর হাসপাতালে ভর্তি ছিল ২ হাজার ১৮ জন। এদের মধ্যে ঢাকা শহরে ৮৬১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫৭ জন।
ঢাকায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ৩৬ জন, মিটফোর্ড হাসপাতালে ১৭ জন, শিশু হাসপাতালে ১ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে ৯ জন, মুগদা হাসপাতালে ২১ জন, সিএমএইচে ৬ জন ও কুর্মিটোলা মেডিকেলে ১২ জন ভর্তি হয়েছে।
ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১২১ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, সিলেট বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন ভর্তি হয়েছে।