বন্দরে সব ধরনের উন্নয়ন অবকাঠামো গড়ে তোলা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
শার্শা (যশোর) প্রতিনিধি | ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৩৩
বেনাপোল স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনায় গতি আনতে উপদেষ্টা কমিটির দশম সভা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে বৈঠকটি হয়। বন্দর চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের ডিআইজি মুহিদ হোসেন, খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার হাবিবুর রহমান, যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য আনোয়ার হোসেন বিপুল, পুলিশ সুপার মঈনুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল। বৈঠকের আগে প্রতিমন্ত্রী বেনাপোল বন্দর পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অতীতের চেয়ে অনেক ভালো। ভারতের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশ থেকে বেশি বেশি পণ্য রপ্তানি হচ্ছে। বেনাপোল বন্দরে আগামী এক মাসের মধ্যে সব ধরনের অবকাঠামো উন্নয়ন করা হবে।
ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের সুবিধার জন্য বেনাপোল ইমিগ্রেশনের পরিধি বাড়ানোসহ যাত্রী সেবার মান আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শার্শা (যশোর) প্রতিনিধি | ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৩৩

বেনাপোল স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনায় গতি আনতে উপদেষ্টা কমিটির দশম সভা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে বৈঠকটি হয়। বন্দর চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের ডিআইজি মুহিদ হোসেন, খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার হাবিবুর রহমান, যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য আনোয়ার হোসেন বিপুল, পুলিশ সুপার মঈনুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল। বৈঠকের আগে প্রতিমন্ত্রী বেনাপোল বন্দর পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অতীতের চেয়ে অনেক ভালো। ভারতের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশ থেকে বেশি বেশি পণ্য রপ্তানি হচ্ছে। বেনাপোল বন্দরে আগামী এক মাসের মধ্যে সব ধরনের অবকাঠামো উন্নয়ন করা হবে।
ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের সুবিধার জন্য বেনাপোল ইমিগ্রেশনের পরিধি বাড়ানোসহ যাত্রী সেবার মান আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।