মালি শান্তিরক্ষা মিশনে যোগ দিল ১৭০ পুলিশ
অনলাইন ডেস্ক | ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৪
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে যোগ দিল বাংলাদেশ পুলিশের মোট ১৭০ সদস্যের দুটি দল। মঙ্গলবার মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমান আফ্রিকার দেশটির রাজধানী বামাকোর উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
১৪০ সদস্যের বিএএনএফপিইউ-ওয়ান কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। অপর কন্টিনজেন্ট বিএএনএফপিইউ-টু এর ৩০ জনের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মু. মাসুদ রানা।
পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়।
২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল থেকে বিএএনএফপিইউ-টু, এমআইএনএসএমএ, মালি ইউনিট দেশটির উল্টর ভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুতক্তের গুন্দাম এলাকায় দায়িত্ব পালন করছে। অত্যন্ত দুর্গম ভৌগোলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের পুলিশ সদস্যরা সাহসিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৪

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে যোগ দিল বাংলাদেশ পুলিশের মোট ১৭০ সদস্যের দুটি দল। মঙ্গলবার মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমান আফ্রিকার দেশটির রাজধানী বামাকোর উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
১৪০ সদস্যের বিএএনএফপিইউ-ওয়ান কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। অপর কন্টিনজেন্ট বিএএনএফপিইউ-টু এর ৩০ জনের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মু. মাসুদ রানা।
পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়।
২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল থেকে বিএএনএফপিইউ-টু, এমআইএনএসএমএ, মালি ইউনিট দেশটির উল্টর ভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুতক্তের গুন্দাম এলাকায় দায়িত্ব পালন করছে। অত্যন্ত দুর্গম ভৌগোলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের পুলিশ সদস্যরা সাহসিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।