অক্টোবর থেকে অনুমতি ছাড়া সরকারি কর্মচারীকে গ্রেপ্তার নয়
নিজস্ব প্রতিবেদক | ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:১৫
ফৌজদারি মামলায় পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ অক্টোবর থেকে এই আইন কার্যকর হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণের আগে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
২০১৮ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরি আইনের গেজেট জারি হয়। একই বছরের ২০ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর ২৪ অক্টোবর দশম জাতীয় সংসদে আইনটি পাস হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:১৫

ফৌজদারি মামলায় পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ অক্টোবর থেকে এই আইন কার্যকর হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণের আগে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
২০১৮ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরি আইনের গেজেট জারি হয়। একই বছরের ২০ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর ২৪ অক্টোবর দশম জাতীয় সংসদে আইনটি পাস হয়।
শেয়ার করুন