রোহিঙ্গা সংকট আরও কিছুদিন থাকবে: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩৩
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, রোহিঙ্গা সংকট সংকটই আছে। এটা আরও কিছুদিন থাকবে। তবে এটার সমাধান অবশ্যই হবে।
শনিবার সুনামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটা কথা বোঝা উচিত- আমরা একটা সভ্য জাতি, মানবিক জাতি। আমরা মানুষ ধারা অত্যাচারিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। আমাদের হাতে অন্য কোনো মানুষকে অপমানিত করতে চাই না।’
তিনি বলেন, ‘যারা বিপদে পড়ে আমাদের ঘরে উঠেছে, তাদের আমাদের মানবতার মা শেখ হাসিনা জায়গা দিয়েছেন। তিনি তাদেরকে খাবার দিয়েছেন, আরও দেবেন।’
‘তবে বিশ্বের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগ ভালোই আছে, চাপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। মিয়ানমার শেষ পর্যন্ত বোধ হয় এটা ঠেকাতে পারবে না। তারা তাদের নাগরিকদের স্ব-সম্মানে, নিরাপদে মূল ভিটায় ফিরিয়ে নেবে, সে ব্যবস্থা হবে’ যোগ করেন এমএ মান্নান।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক আবদুল আহাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক একেএম মহিম উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সুনামগঞ্জ প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩৩

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, রোহিঙ্গা সংকট সংকটই আছে। এটা আরও কিছুদিন থাকবে। তবে এটার সমাধান অবশ্যই হবে।
শনিবার সুনামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটা কথা বোঝা উচিত- আমরা একটা সভ্য জাতি, মানবিক জাতি। আমরা মানুষ ধারা অত্যাচারিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। আমাদের হাতে অন্য কোনো মানুষকে অপমানিত করতে চাই না।’
তিনি বলেন, ‘যারা বিপদে পড়ে আমাদের ঘরে উঠেছে, তাদের আমাদের মানবতার মা শেখ হাসিনা জায়গা দিয়েছেন। তিনি তাদেরকে খাবার দিয়েছেন, আরও দেবেন।’
‘তবে বিশ্বের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগ ভালোই আছে, চাপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। মিয়ানমার শেষ পর্যন্ত বোধ হয় এটা ঠেকাতে পারবে না। তারা তাদের নাগরিকদের স্ব-সম্মানে, নিরাপদে মূল ভিটায় ফিরিয়ে নেবে, সে ব্যবস্থা হবে’ যোগ করেন এমএ মান্নান।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক আবদুল আহাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক একেএম মহিম উপস্থিত ছিলেন।