এমন অপরাধ নেই যা শিক্ষিতদের মাধ্যমে ঘটছে না: আইনমন্ত্রী
শেকৃবি প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৪৯
যে জাতি যত উন্নত ও শিক্ষিত সে জাতির অপরাধ প্রবণতা তত কম কিন্তু বাংলাদেশে উন্নয়ন ও শিক্ষা হার বাড়লেও সামাজিক আপরাধ কমার ব্যাপারে আমরা চিন্তিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত দেশের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষিত লোকের মাধ্যমে আপরাধগুলো বেশি ঘটছে এবং এমন কোনো অপরাধ নেই যা শিক্ষিতদের মাধ্যমে ঘটছে না । এটা কেন হচ্ছে তা নিয়ে ভাববার সময় এসেছে। আমাদের পরিবার সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের শিক্ষার আসল মর্মার্থ উপলব্ধি করে মাদক ও অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ২০৩৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব সায়েম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী জনাব আনিসুল হক ও বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শেকৃবি প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৪৯

যে জাতি যত উন্নত ও শিক্ষিত সে জাতির অপরাধ প্রবণতা তত কম কিন্তু বাংলাদেশে উন্নয়ন ও শিক্ষা হার বাড়লেও সামাজিক আপরাধ কমার ব্যাপারে আমরা চিন্তিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত দেশের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষিত লোকের মাধ্যমে আপরাধগুলো বেশি ঘটছে এবং এমন কোনো অপরাধ নেই যা শিক্ষিতদের মাধ্যমে ঘটছে না । এটা কেন হচ্ছে তা নিয়ে ভাববার সময় এসেছে। আমাদের পরিবার সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের শিক্ষার আসল মর্মার্থ উপলব্ধি করে মাদক ও অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ২০৩৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব সায়েম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী জনাব আনিসুল হক ও বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির।