প্রধানমন্ত্রীর জন্মদিনে চীনের শুভেচ্ছা, মমতার টুইট
অনলাইন ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪৬
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চীন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, শনিবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিময়িংয়ের পক্ষে প্রধানমন্ত্রীর জন্য ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
এতে আরও বলা হয়, জাতিসংঘের ৭৩তম অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে ফুল গ্রহণ করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ আলম।
চীনের রাষ্ট্রদূতের পক্ষে দূতাবাসের কর্মকর্তা ইউ প্যাংয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটারে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ মৈত্রী আরও দৃঢ় হোক, এই কামনা করি।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪৬

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চীন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, শনিবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিময়িংয়ের পক্ষে প্রধানমন্ত্রীর জন্য ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
এতে আরও বলা হয়, জাতিসংঘের ৭৩তম অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে ফুল গ্রহণ করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ আলম।
চীনের রাষ্ট্রদূতের পক্ষে দূতাবাসের কর্মকর্তা ইউ প্যাংয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটারে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ মৈত্রী আরও দৃঢ় হোক, এই কামনা করি।’