১০ বছরে নৌখাত অনেক বিকশিত হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৩
ছবি: দেশ রূপান্তর
গত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, নৌখাত অনেক বিকশিত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত চ্যালেঞ্জ ছিল সব সফলভাবে মোকাবিলা ও প্রতিবন্ধকতা দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। অথচ বিএনপির নেতৃত্বে আইনের শাসন রহিত করা হয়েছিল।’
রবিবার দুপুরে সোনারগাঁর মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডে কিল লেয়িংয়ের মাধ্যমে ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সরকারের দৃঢ় অবস্থানের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ষড়যন্ত্রকারীদের শুধু প্রতিহতই নয় নিয়ন্ত্রণও করতে সক্ষম হয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠার কারণে আজকে দেশে গণতান্ত্রিক আবহাওয়ায় ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। সমগ্র বিশ্বেই বিনিয়োগের ড়্গেত্রে বাংলাদেশ ২০তম অবস্থানে রয়েছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিস্নউটিএ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণের কার্যাদেশ বাস্তবায়ন করবে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড িস্লপওয়েজ লিমিটেড (এএসএসএল)। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে পন্টুন সরবরাহ করবে আনন্দ শিপইয়ার্ড। এ কাজের জন্য আনন্দ শিপইয়ার্ডকে ৯৭ কোটি ৬০ লাখ টাকা দেবে বিআইডবিস্নউটিএ। ঢাকার সদরঘাট, পাগলা, মিরকাদিম, নারায়ণগঞ্জ, ফতুল্লাসহ দেশের বিভিন্ন বন্দরে এসব পন্টুন স্থাপন করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৩

গত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, নৌখাত অনেক বিকশিত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত চ্যালেঞ্জ ছিল সব সফলভাবে মোকাবিলা ও প্রতিবন্ধকতা দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। অথচ বিএনপির নেতৃত্বে আইনের শাসন রহিত করা হয়েছিল।’
রবিবার দুপুরে সোনারগাঁর মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডে কিল লেয়িংয়ের মাধ্যমে ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সরকারের দৃঢ় অবস্থানের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ষড়যন্ত্রকারীদের শুধু প্রতিহতই নয় নিয়ন্ত্রণও করতে সক্ষম হয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠার কারণে আজকে দেশে গণতান্ত্রিক আবহাওয়ায় ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। সমগ্র বিশ্বেই বিনিয়োগের ড়্গেত্রে বাংলাদেশ ২০তম অবস্থানে রয়েছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিস্নউটিএ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণের কার্যাদেশ বাস্তবায়ন করবে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড িস্লপওয়েজ লিমিটেড (এএসএসএল)। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে পন্টুন সরবরাহ করবে আনন্দ শিপইয়ার্ড। এ কাজের জন্য আনন্দ শিপইয়ার্ডকে ৯৭ কোটি ৬০ লাখ টাকা দেবে বিআইডবিস্নউটিএ। ঢাকার সদরঘাট, পাগলা, মিরকাদিম, নারায়ণগঞ্জ, ফতুল্লাসহ দেশের বিভিন্ন বন্দরে এসব পন্টুন স্থাপন করা হবে।