দুই বছরে গ্রাম আদালতের ১ লাখ মামলার রায় বাস্তবায়ন: স্থানীয় সরকারমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০১:০৭
ছবি: দেশ রূপান্তর
গ্রাম আদালতের মাধ্যমে দুই বছরে (জুলাই, ২০১৭-আগস্ট, ২০১৯) বিভিন্ন ইউনিয়নে ১ লাখ ৩৩৩টি মামলার রায় বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেছেন, ‘জনগণের ন্যায়বিচার নিশ্চিত ও আদালতের মামলা জট কমাতে সরকার বদ্ধপরিকর। এজন্য প্রধানমন্ত্রীও গ্রাম আদালত কার্যকরের নির্দেশনা দিয়েছেন।’
রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প অল্প খরচে জনগণের কাছে দ্রুততম সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে সরকারকে সহায়তা করছে। গ্রাম আদালত উভয়পক্ষের মনোনীত সদস্যদের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করে। এভাবে গত দুই বছরে প্রকল্প এলাকার বিভিন্ন ইউনিয়নে ১ লাখ ৩৩ হাজার ৬৬৪টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে রায় হয়েছে ১ লাখ ৬ হাজার ৭০২টি মামলার। পরে ১ লাখ ৩৩৩টি মামলার রায় বাস্তবায়ন করা হয়েছে।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত রেনসে তিরিনক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের প্রমুখ বক্তব্য দেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০১:০৭

গ্রাম আদালতের মাধ্যমে দুই বছরে (জুলাই, ২০১৭-আগস্ট, ২০১৯) বিভিন্ন ইউনিয়নে ১ লাখ ৩৩৩টি মামলার রায় বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেছেন, ‘জনগণের ন্যায়বিচার নিশ্চিত ও আদালতের মামলা জট কমাতে সরকার বদ্ধপরিকর। এজন্য প্রধানমন্ত্রীও গ্রাম আদালত কার্যকরের নির্দেশনা দিয়েছেন।’
রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প অল্প খরচে জনগণের কাছে দ্রুততম সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে সরকারকে সহায়তা করছে। গ্রাম আদালত উভয়পক্ষের মনোনীত সদস্যদের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করে। এভাবে গত দুই বছরে প্রকল্প এলাকার বিভিন্ন ইউনিয়নে ১ লাখ ৩৩ হাজার ৬৬৪টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে রায় হয়েছে ১ লাখ ৬ হাজার ৭০২টি মামলার। পরে ১ লাখ ৩৩৩টি মামলার রায় বাস্তবায়ন করা হয়েছে।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত রেনসে তিরিনক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের প্রমুখ বক্তব্য দেন।