একজন মানুষও আবাসহীন থাকবে না: পূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ৮ অক্টোবর, ২০১৯ ০১:৪৩
ফাইল ফটো
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের বিত্তবান, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, এমনকি যাদের কোনো কিছুই নেই, অর্থাৎ যারা ভাসমান বিস্তবাসী তাদের জন্যও সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। একজন মানুষও দেশে আবাসহীন থাকবে না।
সোমবার রাজধানীতে ‘বিশ্ব বসতি দিবস-২০১৯’ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত র্যালি উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
র্যালিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আফজাল হোসেনসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) সদস্য এবং রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্যরা উপস্থিত ছিলেন।
গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ‘বিশ্ব বসতি দিবস’ উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করে সেটাকে কাজে লাগানো। শেখ হাসিনার সরকার মনে করে সবার জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন। এটি ছিল নির্বাচনী অঙ্গীকারও। এ অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে বাসযোগ্য, পরিবেশসম্মত আধুনিক আবাসনব্যবস্থা নিশ্চিত করা। ঢাকা শহর থেকে গ্রাম পর্যায়ে এবং ‘আমার গ্রাম-আমার শহর’ ধারণাকে কার্যকর করে নাগরিক সুবিধা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৮ অক্টোবর, ২০১৯ ০১:৪৩

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের বিত্তবান, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, এমনকি যাদের কোনো কিছুই নেই, অর্থাৎ যারা ভাসমান বিস্তবাসী তাদের জন্যও সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। একজন মানুষও দেশে আবাসহীন থাকবে না।
সোমবার রাজধানীতে ‘বিশ্ব বসতি দিবস-২০১৯’ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত র্যালি উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
র্যালিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আফজাল হোসেনসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) সদস্য এবং রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্যরা উপস্থিত ছিলেন।
গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ‘বিশ্ব বসতি দিবস’ উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করে সেটাকে কাজে লাগানো। শেখ হাসিনার সরকার মনে করে সবার জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন। এটি ছিল নির্বাচনী অঙ্গীকারও। এ অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে বাসযোগ্য, পরিবেশসম্মত আধুনিক আবাসনব্যবস্থা নিশ্চিত করা। ঢাকা শহর থেকে গ্রাম পর্যায়ে এবং ‘আমার গ্রাম-আমার শহর’ ধারণাকে কার্যকর করে নাগরিক সুবিধা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি।