জিয়া প্রথম দেশে ক্যাসিনো ব্যবসা শুরু করেছিলেন : তথ্য প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি | ১২ অক্টোবর, ২০১৯ ২০:৩৫
ছবি: দেশ রূপান্তর
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সামরিক শাসক জিয়াউর রহমানই দেশে প্রথম ক্যাসিনো কারবার শুরু করেছিলেন।
প্রতিমন্ত্রী শনিবার দুপুরে সাভারের কবিরপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মূল পরিকল্পনাকারী ও মদদদাতা। তিনি হ্যাঁ-না ভোটে জয়ী রাষ্ট্রপতি, সামরিক শাসক, তিন বাহিনীর প্রধান সব ক্ষমতা ব্যবহার করে ক্যান্টনমেন্টে বসে বসে মদ ও বারের লাইসেন্স দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘দেশে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়েছে। দুর্নীতিবাজরা কেউই এই অভিযান থেকে রক্ষা পাবে না।’ এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ১২ অক্টোবর, ২০১৯ ২০:৩৫

ছবি: দেশ রূপান্তর
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সামরিক শাসক জিয়াউর রহমানই দেশে প্রথম ক্যাসিনো কারবার শুরু করেছিলেন।
প্রতিমন্ত্রী শনিবার দুপুরে সাভারের কবিরপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মূল পরিকল্পনাকারী ও মদদদাতা। তিনি হ্যাঁ-না ভোটে জয়ী রাষ্ট্রপতি, সামরিক শাসক, তিন বাহিনীর প্রধান সব ক্ষমতা ব্যবহার করে ক্যান্টনমেন্টে বসে বসে মদ ও বারের লাইসেন্স দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘দেশে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়েছে। দুর্নীতিবাজরা কেউই এই অভিযান থেকে রক্ষা পাবে না।’ এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন