গণভবনে আবরারের মা-বাবা-ভাই
নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর, ২০১৯ ১৮:০৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে প্রবেশ করেছেন পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্বিবিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের মা-বাবা ও ভাই।
সোমবার বিকেলে তারা গণভবনে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর উপ–প্রেসসচিব আশরাফুল আলম খোকন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া বেগম এবং ভাই আবরার ফায়াজ সোমবার গণভবনে প্রবেশ করেন।
তাদের পক্ষ থেকে এর আগে এ হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মা হিসেবেও এ হত্যার বিচার করবেন বলে জানিয়েছিলেন।
৬ অক্টোবর রবিবার রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলে সিঁড়িতে আবরারের লাশ উদ্ধার করা হয়। বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার নির্যাতনে আবরারের মৃত্যু হয়।
আবরারের বাবা ১৯ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ ঘটনার পর থেকে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। মামলাটি তদন্ত করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এ হত্যার ঘটনায় বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর, ২০১৯ ১৮:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে প্রবেশ করেছেন পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্বিবিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের মা-বাবা ও ভাই।
সোমবার বিকেলে তারা গণভবনে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর উপ–প্রেসসচিব আশরাফুল আলম খোকন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া বেগম এবং ভাই আবরার ফায়াজ সোমবার গণভবনে প্রবেশ করেন।
তাদের পক্ষ থেকে এর আগে এ হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মা হিসেবেও এ হত্যার বিচার করবেন বলে জানিয়েছিলেন।
৬ অক্টোবর রবিবার রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলে সিঁড়িতে আবরারের লাশ উদ্ধার করা হয়। বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার নির্যাতনে আবরারের মৃত্যু হয়।
আবরারের বাবা ১৯ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ ঘটনার পর থেকে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। মামলাটি তদন্ত করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এ হত্যার ঘটনায় বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।