জনগণের অধিকার সুরক্ষায় আইপিইউকে আরও সোচ্চার হতে হবে: স্পিকার
বিশেষ প্রতিনিধি | ১৫ অক্টোবর, ২০১৯ ২০:৫১
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়ার পর ১৯৭২সালে বাংলাদেশ আইপিইউ'র সদস্য পদ লাভ করে। সূচনালগ্ন থেকে আইপিইউ'র কার্যকর সদস্য হিসেবে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
তিনি মঙ্গলবার সার্বিয়ার বেলগ্রেডে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) প্রতিষ্ঠার ১৩০ বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।
স্পিকার আইপিইউর সদস্যভুক্ত সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান। এ সময় তিনি জনগণের অধিকার সুরক্ষায় এবং গণতন্ত্রের উত্তরণে আইপিইউ'কে আরও সোচ্চার হতে আহ্বান জানান।
অনুষ্ঠানে আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন, সেক্রেটারি মার্টিন চুংগং এবং সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এমপি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি, আবদুস সালাম মূর্শেদী এমপি, পীর ফজলুর রহমান এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
সম্মেলনে ১৪০টি দেশের ৮০ জন স্পিকার, ৬০ জন ডেপুটি স্পিকারসহ ১৫০০ এর অধিক প্রতিনিধি সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এ অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বিশেষ প্রতিনিধি | ১৫ অক্টোবর, ২০১৯ ২০:৫১

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়ার পর ১৯৭২সালে বাংলাদেশ আইপিইউ'র সদস্য পদ লাভ করে। সূচনালগ্ন থেকে আইপিইউ'র কার্যকর সদস্য হিসেবে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
তিনি মঙ্গলবার সার্বিয়ার বেলগ্রেডে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) প্রতিষ্ঠার ১৩০ বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।
স্পিকার আইপিইউর সদস্যভুক্ত সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান। এ সময় তিনি জনগণের অধিকার সুরক্ষায় এবং গণতন্ত্রের উত্তরণে আইপিইউ'কে আরও সোচ্চার হতে আহ্বান জানান।
অনুষ্ঠানে আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন, সেক্রেটারি মার্টিন চুংগং এবং সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এমপি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি, আবদুস সালাম মূর্শেদী এমপি, পীর ফজলুর রহমান এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
সম্মেলনে ১৪০টি দেশের ৮০ জন স্পিকার, ৬০ জন ডেপুটি স্পিকারসহ ১৫০০ এর অধিক প্রতিনিধি সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এ অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন।