ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর, ২০১৯ ১৫:৩১
বৈশ্বিক ক্ষুধা সূচকে আগের বছরের তুলনায় বাংলাদেশ দুই ধাপ পেছালেও ভারত এবং পাকিস্তানের চেয়ে আগে রয়েছে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ১১৭টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান ৮৮। ভারত রয়েছে ১০২ নম্বরে, পাকিস্তান ৯৪।
দেশে দেশে কত মানুষ অনাহারে, অর্ধাহারে কিংবা অপুষ্টিতে ভোগে তার বিবেচনায় এই তালিকা করে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স। তাদের সঙ্গে কাজ করে গরিব মানুষদের নিয়ে কাজ করা সংগঠন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং জার্মানির বেসরকারি প্রতিষ্ঠান ওয়েল্ট হাঙ্গার হেলফ।
প্রাথমিকভাবে চারটি ক্ষেত্রকে বিবেচনা করে এই তালিকা হয়- পুষ্টিহীনতা, শিশু দারিদ্র্য, শিশু অপচয় এবং শিশু মৃত্যু।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে এমন ৪৫টি দেশ আছে ক্ষুধা মোকাবিলা যাদের কাছে রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম ভারত।
ভারতে ছয় থেকে ২৩ মাসের শিশুদের মধ্যে মাত্র ৯.৬ শতাংশ ন্যূনতম পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায়।
সূচকে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, দেশটির স্কোর ২৫.৮। এখানে ক্ষুধার মাত্রায় ভোগার পরিমাণ বেশ তীব্র।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর, ২০১৯ ১৫:৩১

বৈশ্বিক ক্ষুধা সূচকে আগের বছরের তুলনায় বাংলাদেশ দুই ধাপ পেছালেও ভারত এবং পাকিস্তানের চেয়ে আগে রয়েছে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) ১১৭টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান ৮৮। ভারত রয়েছে ১০২ নম্বরে, পাকিস্তান ৯৪।
দেশে দেশে কত মানুষ অনাহারে, অর্ধাহারে কিংবা অপুষ্টিতে ভোগে তার বিবেচনায় এই তালিকা করে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স। তাদের সঙ্গে কাজ করে গরিব মানুষদের নিয়ে কাজ করা সংগঠন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং জার্মানির বেসরকারি প্রতিষ্ঠান ওয়েল্ট হাঙ্গার হেলফ।
প্রাথমিকভাবে চারটি ক্ষেত্রকে বিবেচনা করে এই তালিকা হয়- পুষ্টিহীনতা, শিশু দারিদ্র্য, শিশু অপচয় এবং শিশু মৃত্যু।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে এমন ৪৫টি দেশ আছে ক্ষুধা মোকাবিলা যাদের কাছে রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম ভারত।
ভারতে ছয় থেকে ২৩ মাসের শিশুদের মধ্যে মাত্র ৯.৬ শতাংশ ন্যূনতম পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায়।
সূচকে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, দেশটির স্কোর ২৫.৮। এখানে ক্ষুধার মাত্রায় ভোগার পরিমাণ বেশ তীব্র।